সব উদ্বেগের ইতি টেনে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। করেছেন গোলও। তার গোলের সুবাদে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শেষ ষোলোর ফিরতি লেগে জ্যামাইকান ক্লাব কাভালিয়ের এফসি’র বিপক্ষে মায়ামি ২-০ গোলে জয় পেয়েছে। এর ফলে ৪-০ গোল গড়ে জয় পেয়ে ইন্টার মায়ামি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে।
কোয়ার্টার ফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ লস অ্যাঞ্জেলস এফসি। আগামী মাসে কোয়ার্টার ফাইনালের উভয় লেগে মাঠে গড়াবে। প্রথম লেগে লস অ্যাঞ্জেলস নিজেদের মাঠে খেলবে। ফিরতি লেগের খেলা মায়ামির মাঠে।
গত ২৫ ফেব্রুয়ারির পর এই প্রথম মেসি মাঠে নামলেন। এর মাঝে ইন্টার মায়ামি তিনটি ম্যাচ খেলেছে। তিন ম্যাচেই মেসি দর্শক হয়ে ছিলেন। মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো মেসিকে বিশ্রামে রাখার কথা জানিছিলেন।
এ ম্যাচেও মেসি দর্শক হয়ে ছিলেন। শেষ পর্যন্ত বিশাল হর্ষধ্বনির মাঝে ৫৩ মিনিটে লুইস সুয়ারেজের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে আসেন মেসি। এর মাঝ দিয়ে আটবারের ব্যালন ডি অর জয়ী মেসি প্রথমবারের মতো জ্যামাইকার মাঠে নামলেন। মাঠে উপস্থিত বিশাল সমর্থকগোষ্ঠীর প্রত্যাশাও পূরণ করেছেন। ম্যাচ শেষ হওয়ার আগ মুহুর্তে করেছেন গোল। এর আগে লুইস সুয়ারেজ পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে রেখেছিলেন।
গত বুধবার সংবাদ সম্মেলনে কোচ মাশচেরানো জানিয়েছিলেন দলের সঙ্গে মেসি জ্যামাইকা ভ্রমণে যাবেন। তবে খেলবেন কিনা সে ব্যাপারে পরিস্কার করে কিছু জানিয়েছিলেন না। তবে জ্যামাইকান কর্তৃপক্ষ হয়তো আগে থেকে তা জানতেন। তাইতো কাভালিয়ার এফসি সাধারণত তাদের ম্যাচগুলো তিন হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন নিজেদের স্টেডিয়ামে আয়োজন করে থাকে। কিন্তু এবার ৩৫ হাজার আসন বিশিষ্ট জাতীয় স্টেডিয়ামে আয়োজন করেছিল।