একটা সময় পেলে এবং ম্যারাডোনার মাঝে কে সেরা সে লড়াইয়ে দুই ভাগে বিভক্ত ছিল বিশ্ব ফুটবল সমর্থকরা। সে লড়াইটা এখন আটকে মেসি ও রোনালদোয়। মেসি ও রোনালদো- দুইজনের লড়াইয়ে সমাধানটা অনেকেরই জানা। দুইজনের লড়াইটা উত্তেজনার ব্যারোমিটারে পারদের উচ্চতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল লা লিগায়। একজন ছিলেন বার্সেলোনায়, অন্যজন রিয়াল মাদ্রিদে। ইউরোপিয়ান ক্লাব ছেড়ে উভয়ে এখন ভিন্ন পর্যায়ের ক্লাব খুঁজে নিয়েছেন।
রোনালদো আছেন সৌদি প্রো লিগের আল নাসরে। আর মেসি ঠিকানা খুঁজে নিয়েছেন মেজর সকার লিগে। খেলছেন ইন্টার মায়ামিতে। প্ল্যানেটফুটবল ডটকম এই দুই ফুটবলারের মাঝে আরো এক তুলনা টেনে এনেছে। দুই খেলোয়াড়ের ভক্তদের কথার লড়াইয়ে আরো একটা ইভেন্ট যোগ করেছে পোর্টালটি। দুই খেলোয়াড়ের সর্বশেষ ১০০ ম্যাচে তাদের অর্জন তুলে এনেছে। পুরো ক্যারিয়ার একপাশে রেখে সর্বশেষ ১০০ ম্যাচে উভয়ের অর্জনটা দেখে নেওয়া যাক।
এই ১০০ ম্যাচের তালিকায় রয়েছে ক্লাব ফুটবল ও জাতীয় দলের ম্যাচ। লিওনেল মেসি সর্বশেষ ১০০ ম্যাচে ৭৪ গোল করেছেন, গোলে সহায়তা ৪২টিতে। সেখানে রোনালদো গোল করেছেন ৮৯টি, গোলে সহায়তা ২১টিতে। এ সময়ে পেনাল্টিতে মেসির গোল ৫টি, আর রোনালদোর গোলের সংখ্যা ২১টি।
ফ্রি কিকে মেসি ছয় গোল করেছেন। হ্যাটট্রিক করেছেন তিনটি। রোনালদো এ সময়ে ফ্রি কিকে চার গোল করেছেন, হ্যাটট্রিক করেছেন চারটি।
ট্রফি জয়ে রোনালদোকে যোজন যোজন দূরে ঠেলে দিয়েছেন মেসি। বিশ্বকাপ, কোপা আমেরিকা, লিগ ওয়ান, লিগস কাপ ও এমএলএস সাপোর্টার্স শিল্ড জয় করেছেন আর্জেন্টাইন তারকা। বিপরীতে রোনালদো একটি ট্রফি জয় করেছেন। ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ কাপ রোনালদোর জয় করা একমাত্র ট্রফি।