এনিয়ে টানা দুই ম্যাচে গোল পেলেন ইন্টার মায়ামির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনেল মেসি। এই আর্জেন্টাইন সুপারস্টারের সাথে গোল করেছেন তাঁর সাবেক বার্সা সতীর্থ লুইস সুয়ারেজও। গোল করেছেন তাঁদের আরেক সতীর্থ জর্দি আলবাও। এরপরেও মেজর লিগ সকারে জিততে পারলো না ইন্টার মায়ামি।
ঘরের মাঠে সেন্ট লুইসের সাথে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। যেখানে ম্যাচের প্রথমার্ধেই দুটি করে গোল পেয়েছে দুই দলই। পরের হাফে লুইস সুয়ারেজের আত্মঘাতী গোলে সেইন্ট লুইস এগিয়ে গেলেও ম্যাচের শেষ দিকে আলবার গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে গোলাপী জার্সিধারীরা।
ড্র করলেও এখনো মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে অবস্থান করছে মায়ামি। ১৮ ম্যাচ খেলে তাঁদের পয়েন্ট ৩৫।