একটা সময় বার্সেলোনাতে ছিলেন তারা। বার্সেলোনার আক্রমণভাগকে তারা অপ্রতিদ্বন্দ্বী করে গড়ে তুলেছিলেন। কিন্তু সময়ের পরিক্রমায় বার্সেলোনা ছেড়ে ভিন্ন ঠিকানা খুঁজে নিয়েছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর নেইমার। প্রথম দুইজন আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে। আর শেষের জন্য অর্থাৎ নেইমার সৌদি আরবে। দুই বন্ধুকে ছেড়ে একা একা সৌদি আরবে মন ভালো নেই নেইমারের। তাইতো আবার মেসি-সুয়ারেজের জুটি বাঁধতে চান এই ব্রাজিলয়ান। প্রথমে এটি গুঞ্জন থাকলেও নেইমার নিজেই এমন ইচ্ছার কথা প্রকাশ করেছেন।
তবে এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন মেসি-সুয়ারেজের কোচ হাভিয়ের মাশচেরানো। আর্জেন্টাইন এ কোচের ভাষায় নেইমারকে এই মুহুর্তে মায়ামিতে আনা এক প্রকার অসম্ভব। মাশচেরানো বলেন, অবশ্যই নেইমার একজন অসাধারণ খেলোয়াড়। বিশ্বের সব দল তাকে চায়। কিন্তু এই মুহুর্তে, আপনারা এমএলএসের বেতন সংক্রান্ত নিয়ম আপনারা জানেন। ফলে এই মুহুর্তে তাকে নিয়ে ভাববার কোনো সুযোগ নেই।
মিডিয়াতে কথা বলার সময় মাশচেরানোর সঙ্গে ছিলেন সুয়ারেজ। নেইমারের প্রশংসা ছিল তারও মুখে। তিনি বলেন, খেলোয়াড় হিসেবে নেইমার কেমন তা সবাই জানে। বার্সেলোনায় একসঙ্গে আমরা কি করেছি তা সবাই দেখেছে। তবে আমরা এখন ভিন্ন এক যুগে রয়েছি। তখনকার সময়ের চেয়ে এখন আমরা অনেক বুড়ো। কিন্তু তার মতো একজন খেলোয়াড় যে মান নিয়ে আসে তা সবসময় রোমাঞ্চকর।
সুয়ারেজ আরও বলেন, ফুটবলে যে কোনো কিছু ঘটতে পারে। আশা ও প্রত্যাশা সবসময় থাকে। তবে অনেক সময় তা বাস্তবায়ন করা কঠিন।
শেষ পর্যন্ত নেইমারকে দলে আনতে হলে মায়ামিকে বেশ কিছু খেলোয়াড় ছেড়ে দিতে হবে। এরই মধ্যে দায়িত্ব নেওয়ার পর মাশচেরানো বেশ কিছু খেলোয়াড় ছেড়েও দিয়েছেন।