মেসি-হালান্ড উভয়েই ব্যালন ডি অরের যোগ্য: গার্দিওলা

আর মাত্র কয়েকটা দিন, তারপর জানা যাবে এবারের ব্যালন ডি অর কার হাতে উঠছে। ব্যারন ডি অর জয়ের দৌড়ে অন্যদের পেছনে ফেলে অনেকটা এগিয়ে রয়েছেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তার সঙ্গে আছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড।

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা এবারের ব্যালন ডি অরের জন্য উভয়কে যোগ্য মনে করছেন। মেসি ও হালান্ড-উভয়েই পেপ গার্দিওলার শিষ্য। একজন সাবেক আরেকজন বর্তমান। ফলে একটু যেনো দোটানায় পড়ে গেছেন গার্দিওলা।

মেসি এবার দেশকে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অন্যদিকে হালান্ড ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ এবং এফএক কাপ জয়ের পথে বড় ভূমিকা রেখেছেন। ৫৩ ম্যাচে করেছেন ৫২ গোল।

গার্দিওলা বলেন, সবসময় আমি বলে এসেছি ব্যালন ডি অরের জন্য দুটো বিভাগ থাকা দরকার। একটা লিওনেল মেসির জন্য, অন্যটা অন্যদের জন্য। আমার এবার ট্রেবল জিতেছি। হালান্ড অনেক গোল করেছে। মেসি সবচেয়ে বাজে মৌসুমটা অন্যদের সেরা হওয়ার সুযোগ করে দেয়। যাহোক উভয়ই ব্যালন ডি অর জয়ের সামর্থ্য রাখে। আমি হালান্ডের হাতে এটি দেখতে চাই। কেননা আমরা এ মৌসুমে যা অর্জন করেছি সেখানে সে নেতৃত্ব দিয়েছে। তবে মেসি বিশ্বকাপ জয় করেছে।

কে জিতবে ব্যালন ডি অর তা জানার জন্য আমাদেরকে ৩০ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। শেষ পর্যন্ত মেসি জয় করলে এটি হবে তার অষ্টম ব্যালন ডি অর। আর হালান্ডের প্রথম। ব্যালন ডি অর জয়ের মেসি এরই মধ্যে অন্য সবাইকে ছাড়িয়ে গেছেন। এবার নিজেকে আরো আরো উঁচুতে নিয়ে যাওয়ার হাতছানি তার সামনে।

Exit mobile version