ইন্টার মায়ামির হয়ে আবারও জ্বলে উঠলেন লিওনেল মেসি। চার গোলের ম্যাচে প্রত্যেকটিতেই তার অবদান। দুটি গোল নিজে করেছেন, বাকি দুটি এসিস্ট করেছেন সতীর্থদের। এর মধ্য দিয়ে পেশাদার ফুটবলে চলমান খেলোয়াড়দের মধ্যে প্রথমবার ৪০০ অ্যাসিস্টের মাইলফলক ছুঁলেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির জাদুকরী পারফরম্যান্সে নিজেদের ইতিহাসে প্রথমবার এমএলএস কাপের সেমিফাইনালে উঠল ইন্টার মায়ামি।
রোববার ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ন্যাশভিল এসসির বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় পেয়েছে মায়ামি। জোড়া গোল করেন মেসি, বাকি দুটি গোল আসে আর্জেন্টাইন মিডফিল্ডার তাদেও আলেন্দের পা থেকে। তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় নিয়ে ফ্লোরিডার ক্লাবটি জায়গা করে নিয়েছে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ এফসি সিনসিনাতি। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ বা ২৩ নভেম্বর।
ম্যাচের শুরুতেই মেসি দেখান তার জাদু। মাত্র ১০ মিনিটে প্রতিপক্ষের ভুল পাস কেড়ে নিয়ে বক্সে ঢুকে নিখুঁত শটে দেন ম্যাচের প্রথম গোল। এরপর ৩৯ মিনিটে মাতেও সিলভেটির ব্যাক পাস থেকে তার দ্বিতীয় গোল। যা পেশাদার ক্যারিয়ারে মেসির ৮৯৪তম গোল।
দ্বিতীয়ার্ধে মেসি নিজেকে পরিণত করেন সুযোগসৃষ্টিকারীতে। ৭৩ মিনিটে জর্দি আলবার সঙ্গে চমৎকার বল দেওয়া-নেওয়ার পর ব্যাক পাসে গোল করান আলেন্দেকে। মিনিট দুই পর আবারও মেসির পাস থেকে দ্বিতীয়বার জালের দেখা পান এই মিডফিল্ডার।
ন্যাশভিলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে মায়ামি দিয়েছে ৮ গোল, বিপরীতে হজম করেছে ৩টি। বিস্ময়কর ব্যাপার হলো এই ৮ গোলের সবকটিতেই সরাসরি অবদান ছিল লিওনেল মেসির। গোল্ডেন বুটজয়ী এই তারকার গোল ও অ্যাসিস্ট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১-তে। পেশাদার ফুটবলে তার চেয়ে বেশি অ্যাসিস্ট (৪০৪) আছে কেবল হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলারের, যার রেকর্ড ভাঙা এখন সময়ের অপেক্ষা।
