দেম্বেলের জোড়া গোলে ফ্রেঞ্চ লিগে বড় জয় পেয়েছে প্যারিস সেন্ত জার্মেই। শুক্রবার রাতে তারা এএস মোনাকোকে ৪-১ গোলে হারিয়েছে। জয়ী দলের হয়ে অন্য দুই গোল করেন ভিতিনহা ও খিভিচা।
এ জয়ের ফলে প্যারিস সেন্ত জার্মেই পয়েন্ট টেবিলে তাদের অবস্থান আরও পোক্ত করেছে। ২১ ম্যাচ শেষে ৫৩ পয়েন্ট তাদের। এ জয়ের ফলে তাদের শিরোপা জয়ের সম্ভাবনা আরো জোরালো হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মার্শেই থেকে তারা ১৩ পয়েন্ট এগিয়ে রয়েছে।
ম্যাচের শুরুতে ভিতিনহার গোলে এগিয়ে যায় প্যারিস সেন্ত জার্মেই। তবে দ্বিতীয় গোলের জন্য জার্মেইকে বড় একটা সময় অপেক্ষা করতে হয়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা জার্মেই দ্বিতীয় গোল পায় ৫৪ মিনিটে। দেম্বেলে ৫৭ ও ৯০ মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।