মোরসালিনের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ

গোলের পর মোরসালিনকে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থরা

স্বাগতিক ভুটানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের ষষ্ঠ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন জাতীয় দলের তরুণ স্ট্রাইকার শেখ মোরসালিন। ম্যাচের বাকি সময় কোন দলই আর গোল পায়নি। শেষ পর্যন্ত ওই এক গোলই হয়ে যায় ম্যাচের ফলাফল নির্ধারণী। আগামী রোববার অর্থাৎ ৮ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ।

সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের রাজধানী থিম্পুর উচ্চতা প্রায় আট হাজার ফুট। এই উচ্চতায়ে স্বাভাবিক খেলা নিয়ে বাংলাদেশ দলের শংকা ছিলো। পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য এক সপ্তাহ আগে ভুটান গেলেও সমস্যা পুরোপুরি কাটাতে পারেনি বলে জানিয়েছিলেন জামাল-তপুরা।

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরুতে বাংলাদেশ যে গোলটি পেয়েছে তার মূলে ছিলেন রাকিব হোসেন। তার নেয়া ক্রস ঠিকমতো গ্রিপ করতে পারেননি ভুটানের গোলরক্ষক শেরিন ধেনদুপ। বল পেয়ে যান মোরসালিন। সুযোগ কাজে লাগিয়ে বল পাঠিয়ে দেন ভুটানের জালে। সেই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

থিম্পুতে ভুটানের বিপক্ষে বাংলাদেশের এটি প্রথম জয়। অন্য কোন ভেন্যুতে ভুটানের বিপক্ষে বাংলাদেশের দাপট থাকলেও থিম্পুতে বাংলাদেশ দলকে উচ্চতার সাথে লড়াই করতে হয়। এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। পুরো ম্যাচে বাংলাদেশ বলার মতো কোন আক্রমণে যেতে পারেনি। রাকিব, মোরসালিন কিংবা ফয়সাল আহমেদ ফাহিমও ভুটানের রক্ষণে ভীতি তৈরি করতে পারেননি। বিপরীতে বাংলাদেশের রক্ষণে বারবার ঢুকে পড়লেও স্ট্রাইকার ব্যর্থতায় গোল পায়নি ভুটান।

জামাল ভূইয়া এদিন শুরুর একাদশে ছিলেন না। এমনকি বদলি হিসেবে মাঠে নেমেছেন ৭০ মিনিটে।

Exit mobile version