আবাহনী-মোহামেডান ম্যাচে অপ্রত্যাশিত চমক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল এর নাম পাল্টিয়ে হয়ে গেলো বাংলাদেশ ফুটবল লিগ। জাতীয় দলের ব্যস্ততা শেষে লম্বা ছুটি শেষে মাঠে গড়ালো তৃতীয় রাউন্ডের খেলা। তৃতীয় রাউন্ডে বাজিমাত করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। কুমিল্লায় ধানমণ্ডি পাড়ার আবাহনী লিমিটেডকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে মতিঝিল পাড়ার ক্লাব মোহামেডান। লিগে এটাই সাদা-কালো শিবিরের প্রথম জয়। আর তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ৩ ম্যাচের দুটিতেই হারের তেতো স্বাদ পেয়েছে। সব মিলিয়ে মোহামেডান-আবাহনীর লড়াইয়ে অঘটন , আর সেই অঘটনেই আলোচনার কেন্দ্রবিন্দুতে মোহামেডান।
ম্যাচের ২০ মিনিটে রহিম উদ্দিনের গোলে লিড পেয়ে যায় মোহামেডান। নিজেদের প্রান্ত থেকে বল বাড়িয়ে দেন মোহামেডানের উজবেক ফুটবলার মোজাফফরভ। পেছন থেকে এসে বলটা দখলে নেন মোহামেডানের রহিম উদ্দিন। আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা ব্যতীত গোলপোস্ট ছিল অরক্ষিত। রহিমের গোল করতে কোনো কষ্ট হয়নি। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইমানুয়েল কেকে।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা মোহামেডান বিরতির আরেকটি গোল করে। ৫৮ মিনিটে জাহিদ হাসানের ক্রস থেকে দারুণ হেডে আবাহনীর জাল কাঁপান ঘানার স্যামুয়েল বোয়েটাং (৩-০)। ৭২ মিনিটে মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে বক্সের বাইরে থেকে সরাসরি শটে লক্ষ্যভেদ করেন আবাহনীল পাপন সিং (৩-১)। এর ৬ মিনিট পরই আরেকটি গোল করে খেলা জমিয়ে তোলেন বসুন্ধরা কিংস থেকে আবাহনীতে যোগ দেওয়া মোরসালিন। আল-আমিনের ক্রস থেকে বল পেয়ে গোল করেন জাতীয় দলের তারকা শেখ মোরসালিন। গোল করে ম্যাচে উত্তেজনা ফেরান (৩-২)। তবে শেষ পর্যন্ত সমতা আনতে ব্যর্থ হয় আবাহনী। সব মিলিয়ে মোহামেডান-আবাহনীর লড়াইয়ে অঘটন ,ভাঙাচোরা দল নিয়েই মোহামেডানের দাপুটে জয়।
দিনের আরেক ম্যাচে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এই জয়ে কিংস ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার ওপরে। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ফর্টিস গোলশূন্য ড্র করে পুলিশ এফসির সাথে। অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে ২-০ গোলে হেরেছে ফকিরেরপুল।
মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বর অবস্থানে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন আবাহনী। মোহামেডানের পয়েন্ট ৪ হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তাদের অবস্থান আবাহনীর চেয়ে এক ধাপ ওপরে ৭ নম্বরে।
এবার লিগের স্পন্সর নিয়েও হয়েছে জটিলতা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গতকাল পেট্রোনাস নামক প্রতিষ্ঠানকে লিগের পৃষ্ঠপোষক হিসেবে ঘোষণা দেয়। লোগোও প্রকাশ করা হয়। কিন্তু
মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশের কোনো লিগের পৃষ্ঠপোষক নয় বলে স্পষ্ট জানিয়ে দেয়।
পরবর্তীতে আজ সন্ধ্যায় বাফুফে এক বিবৃতিতে জানায়, ইউনাইটেড গ্রুপের ইউনাইটেড হেলথ কেয়ার এবারের লিগে পৃষ্ঠপোষক। বাফুফের মূল স্পন্সর ইউনাইটেড গ্রুপ। এই প্রতিষ্ঠান তাদের একটি পণ্য/ব্র্যান্ডকে লিগের সঙ্গে যুক্ত করেছে। বিদেশি কোম্পানি পেট্রোনাসের বাংলাদেশে ডিলার ইউনাইটেড গ্রুপ হলেও তাদের লোগো বাংলাদেশ লিগে ব্যবহারের জন্য সম্মতি নেয়নি। এজন্যই সঙ্কট তৈরি হয়।
