মোহামেডান ও আবাহনীর লড়াই মানেই ভিন্ন এক উত্তাপ। আগের মতো উত্তেজনা হয়তো নেই, তবে তার আঁচ যে রয়েছে তা স্পষ্ট। শুক্রবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে উত্তাপ ছড়িয়েছে আবাহনী ও মোহামেডান ম্যাচ। দেশের দুই জনপ্রিয় ক্লাবের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে।
চার গোল, দুই পেনাল্টি ও লালকার্ডের ম্যাচ উত্তেজনা ছড়িয়েছিলো মাঠ থেকে ডাগআউট ও গ্যালারিতে। এদিন বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্রের ম্যাচটিও পয়েন্ট ভাগাভাগিতে শেষ হয়। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ২-১ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
১০ দিন আগে গোপালগঞ্জে দুই দল মুখোমুখি হয়েছিল ফেডারেশন কাপের গ্রুপ-ম্যাচে। পিছিয়ে পড়েও চার মিনিটের ঝড়ে আবাহনীকে হারিয়েছিল মোহামেডান। গোপালগঞ্জের সেই হারের প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিল আবাহনী। এক পর্যায়ে ২-০ গোলে লিডও নিয়েছিল আন্দ্রেস ক্রুসিয়ানির দল।
প্রথম আক্রমণেই মোহামেডানের জাল কাঁপিয়ে দেয় আবাহনী। দ্বিতীয় মিনিটে বাম দিক থেকে ব্রাজিলিয়ান ব্রুনো রোকার ফ্রি-কিক সরাসরি জড়িয়ে যায় জালে। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনসেন্টের ফরোয়ার্ড স্টুয়ার্ট কর্নেলিয়াস। এরপর জোড়া পেনাল্টি পায় মোহামেডান। দুটি স্পট-কিক কাজে লাগিয়ে মোহামেডানকে ম্যাচে ফেরান মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে।
দ্বিতীয় পেনাল্টি নিয়েই যত আপত্তি ছিল আবাহনীর। যাতে মাঠ, ডাগআউট এবং গ্যালারিতে উত্তেজনা ছড়িয়েছিল। রেফারি লালকার্ড দেখান আবাহনীর ম্যানেজার কাজী নজরুল ইসলামকে। এ ঘটনায় খেলা বন্ধ থাকে কিছু সময়।
এবারের বিপিএলে মোহামেডানের কাছে একটা ম্যাচ হারলেও কোন ড্র ছিলো না টানা চার আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শুক্রবার তাও হয়ে গেলো কিংসদের। বসুন্ধরা গ্রুপেরই পৃষ্ঠপোষকতায় থাকা আরেক দল শেখ রাসেলের বিপক্ষে হারতে থাকা ম্যাচে ড্র করেছে অস্কার ব্রুজোনের বসুন্ধরা কিংস।
এই ড্রয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বসুন্ধরা কিংস। ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করেছে কিংস। ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখলো মোহামেডান। আবাহনী তিনে ১৫ পয়েন্ট নিয়ে।
কিংস অ্যারেনায় শেখ রাসেলের বিপক্ষে বসুন্ধরার ব্রাজিলীয় স্ট্রাইকার দরিয়েলতন লাল কার্ড দেখেন ম্যাচের ৪২তম মিনিটে। সতীর্থ রবসন দা সিলভার নেয়া কর্নার কিক শেখ রাসেলের ডিফেন্সে উড়ে আসার সময় লাফিয়ে হেড করতে চেয়েছিলেন দরিয়েলতন। শেখ রাসেলের ডিফেন্ডার গ্যানিউ আতান্দাও একই সময় লাফিয়েছিলেন। এই সময় তার শরীরে লাথি মারেন এমন অভিযোগে দরিয়েলতনকে লাল কার্ড দেখানো হয়।
একজন কম নিয়ে খেলা বসুন্ধরার ওপর দ্বিতীয়ার্ধে চড়াও হয় শেখ রাসেলের খেলোয়াড়রা। ৪৬ মিনিটে তারা গোলও পেয়ে যায়। সুমন রেজার বাড়ানো বলে গোল করেন জাপানি কোদাই লিদা। তবে লিড ধরে রাখতে পারেনি ব্লুজরা। ৬৭ মিনিটে রাকিবের গোলে ম্যাচে ফেরে বসুন্ধরা কিংস। রবসনের শট রুখে দিয়েছিলেন রাসেলের গোলরক্ষক মিতুল মারমা। বল পড়েছিল রাকিবের সামনে। কোনো ভুল করেননি দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ড। ডান পায়ের ভলিতে বল জালে পাঠিয়ে সমতা আনেন ম্যাচে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ২-১ গোলে জয় পেয়েছে সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ম্যাচে হারলেও ২০তম মিনিটে ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল কোনির গোলে লিড নিয়েছিলো পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। ম্যাচে ফিরতে মরীয়া শেখ জামাল গোলও পেয়ে যায় বিরতির আগেই। ব্রাজিলিয়ান স্ট্রাইকার হিগোর লিতে স্কোরশিটে নাম তোলেন।
বিরতির পর ম্যাচের ৬৪তম মিনিটে উজবেক ডিফেন্ডার শখরুখবেক খোলমাতভের গোলে এগিয়ে যায় শেখ জামাল। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ধানমণ্ডির ক্লাবটি।