মোহামেডান ও রহমতগঞ্জের গোল বন্যা

ফেডারেশন কাপ ফুটবল

ফেডারেশন কাপ ফুটবলে আজ বড় জয় পেয়েছে মোহামেডান ও রহমতগঞ্জ। উভয় দলই তাদের প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে। মোহামেডান ৬-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। একই ব্যবধানে ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে জয় পেয়েছে রহমতগঞ্জ।

বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হয়েছিল মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী। স্কোর লাইন বলে দিচ্ছে একচ্ছত্র আধিপত্য নিয়ে খেলেছেন মোহামেডান। প্রথমার্ধে তারা দুই গোলে এগিয়ে ছিল। মুজাফফারভ ১১ মিনিটে ও সুলেমান দিবাতে ১৪ মিনিটে গোল করেন। বিরতির পর আরিফ হোসেন, রাজু আহমেদ জিসান, সৌরভ দেওয়ান ও মোহাম্মদ জুয়েল মিয়া গোল করেন।

ফকিরেরপুল ও রহমতগঞ্জের ম্যাচটি অনুষ্ঠিত হয় ময়মনসিংহে। ১২ মিনিটে গোলের সূচনা করেন অপি। বিরতির আগে নবীব নেওয়াজ জীবন ব্যবধান ২-০ করেন। ৫৬ ও ৭৫ মিনিটে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন নবীব নেওয়াজ। স্যামুয়েল ও তোহা একটি করে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

Exit mobile version