মৌসুমের শুরুতে ফরাসি তারকাকে পাচ্ছে না রিয়াল

স্প্যানিশ লা লিগা মৌসুমের শুরুতে হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারণে মাঠে নামতে পারছেন না রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার এডুয়ার্ডো কামাভিঙ্গা। ফরাসি এই তারকা অন্তত সাত সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।

এমনকি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দিকের ম্যাচগুলোতেও খেলতে না পারার সম্ভাবনা রয়েছে তাঁর। মাদ্রিদের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বেশ কিছু পরীক্ষার পরে এডুয়ার্ডো কামাভিঙ্গার বাম হাঁটুর লিগামেন্ট ইনজুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

মঙ্গলবার (১৩ আগস্ট) অনুশীলন সেশনে সতীর্থ অরেলিয়েন টিচুয়ামেনির সাথে সংঘর্ষে কামাভিঙ্গার বাম হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে।

আগামী রোববার (১৮ আগস্ট) রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন লা লিগা মৌসুম শুরু করতে যাচ্ছে বর্তমান শিরোপাধারীরা।

Exit mobile version