ম্যাচের শুরুতেই জোড়া ধাক্কা! একজন খেলোয়াড় কমে যাওয়ার পর গোল হজম। এরপর সেই ধাক্কা সামলে লামিনে ইয়ামালের দারুণ গোলে ঘুরে দাঁড়ানোর আভাস দিল বার্সেলোনা। কিন্তু না! শেষ রক্ষা হলো না। বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরেছে হান্সি ফ্লিকের দল বার্সেলোনা।
খেলায় মানসা স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা ফেরান তরুণ ইয়ামাল। এরপর দ্বিতীয়ার্ধে বদলি নেমে ব্যবধান গড়ে দেন জর্জ ইলেনিখেনা। চলতি মৌসুমে বার্সেলোনার প্রথম হার এটি। ফলে লা লিগায় প্রথম পাঁচ ম্যাচে জয়ের পর এলো এই হার।
অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে তিন ম্যাচে মোনাকোর প্রথম জয় এটিই। এর আগে ১৯৯৩-৯৪ মৌসুমে গ্রুপ পর্বের দুই দেখায় বার্সেলোনা জিতেছিল যথাক্রমে ২-০ ও ১-০ গোলে।