ম্যাচ রেফারির ভুলে ম্যাচের ফল নিয়ে নাটকীয়তা

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র। টাইব্রেকে উভয় দলই ১১টি করে গোল করেছে। বাইলজে সাডেন ডেথ হিসেবে টাইব্রেকার চালিয়ে নেয়ার কথা থাকলেও ম্যাচ রেফারি টসের আয়োজন করেন। সেখানে জয়ী হয়ে উল্লাসে মাতে ভারতীয় দল। কিন্তু প্রতিবাদ করতে থাকেন বাংলাদেশের ফুটবলাররা।

পরে ম্যাচ রেফারি ভুল স্বীকার করে পেনাল্টি শ্যুট আউট চালিয়ে নেওয়ার নির্দেশনা দিলে বেকে বসে ভারতীয় দল। তারা মাঠ ছেড়ে যায়। কিন্তু মাঠেই অপেক্ষা করতে থাকেন আফঈদা খন্দকার ও সাগরিকারা।

এই অবস্থায় ৩০ মিনিট অপেক্ষার পর সিদ্ধান্ত জানানোর কথা জানান শ্রীলঙ্কান ম্যাচ রেফারি।

Exit mobile version