ম্যানইউয়ের লজ্জার রেকর্ড

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রেন্টফোর্ডের জয়সূচক গোল

এক সময়ের দাপুটে ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এখন অতীতের ছায়া মাত্র। মৌসুমের বেশির ভাগ সময় সমর্থকদের হতাশ করে চলেছে। গতরাতে ব্রেন্টফোর্ডের কাছে হেরেছে তারা। ৪-৩ গোলে হার। একের পর এক হার তাদেরকে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তলানিতে ঠেলে দিয়েছে। সমর্থকদের জন্য যা লজ্জারও।

ইংলিশ প্রিমিয়ার লিগের উত্তেজনা আগেই শেষ হয়েছে। লিভারপুল শিরোপা জয় নিশ্চিত করেছে আগেভাগে। ফলে অনেকের নজর এখন ম্যানইউয়ের দিকে। গত রাতে হারের পর ম্যানইউয়ের এখন পয়েন্ট ৩৫ ম্যাচে ৩৯। চ্যাম্পিয়ন লিভারপুলের (৮২) অর্ধেক পয়েন্টও তারা অর্জন করতে পারেনি। ৩৯ পয়েন্ট নিয়ে ম্যানইউয়ের বর্তমান অবস্থান ১৫তম স্থানে। আরো নিচে নামার শঙ্কাও রয়েছে তাদের। কেননা টটেনহাম হস্পার ও ওয়েস্ট হাম ইউনাইটেডে তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে।

ম্যানইউয়ের এটা ছিল লিগে ১৬তম হার। প্রিমিয়ার লিগে এর আগে তারা এক মৌসুমে কখনো এত বেশি ম্যাচ হারেনি। এর আগে এক মৌসুমে তারা সবচেয়ে বেশি ম্যাচ হেরেছিল গত মৌসুমে। এরিক টেন হাগের অধীনে ১৪ ম্যাচ হেরেছিল।

টানা জয়হীন থাকারও কীর্তি গড়েছে তারা। ২০১৫ সালের পর এই প্রথম টানা ছয় ম্যাচে জয়হীন থাকলো দলটি।

Exit mobile version