এরিক টেগ হাগ বরখাস্ত হওয়ার পর অস্থায়ীভাবে দায়িত্ব নিয়েই ম্যানচেস্টার ইউনাইটেডকে বদলে দিয়েছিলেন রুদ ফন নিস্তেলরয়। টেন হাগের প্রশিক্ষণাধীন দলটি যেখানে জয় পেতে ভুলে গিয়েছিল সেখানে নিস্তেলরয় তাদেরকে জয়ের ট্রাকে ফিরিয়ে আনেন। তার অধীনে ম্যানইউ চার ম্যাচের তিনটিতে জয় পায়, একটিতে ড্র করে। সেই নিস্তেলরয় ম্যানইউ ছেড়ে চলে গেছেন। নতুন কোচ রুবেন আমোরিম দায়িত্ব নিতেই ম্যানইউয়ের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন তিনি।
ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিতে নিস্তেলরয়ের জনপ্রিয়তা ছিল আকাশছোয়া। পাঁচ বছরের খেলোয়াড়ি জীবনে তিনি ২১৯ ম্যাচ খেলে ১৫০ গোল করেছেন।
নিস্তেলরয়ের অধীনে সর্বশেষ ম্যাচে ম্যানইউ ৩-০ গোলে জয় পায়। লেস্টারের বিপক্ষে ওই ম্যাচের শেষ দিকে ম্যানইউ সমর্থকরা নিস্তেলরয়ের নামে ইতিবাচক বন্দনা করে সময় পার করে। তারা নিস্তেলরয়ের নাম ধরে চিৎকার করে।
আমোরিম পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপি’র দায়িত্ব ছেড়ে ম্যানইউয়ের দায়িত্ব নিয়েছেন। গত রোববার তিনি স্পোর্টিংয়ের হয়ে শেষ দায়িত্ব পালন করেন। তার অধীনে ম্যানইউ প্রথম ম্যাচ খেলবে ২৪ নভেম্বর। এদিন ম্যানইউয়ের প্রতিপক্ষ ইপসউইচ টাউন। তিনি দলকে ৩-৪-৩ পদ্ধতিতে খেলাবেন।