ম্যানচেস্টার ইউনাইটেড এবং এরিক টেন হাগের জন্য আরো একটি বাজে দিন গেলো। ১৯৬২-৬৩ মৌসুমের পর প্রথমবারের মতো প্রথম ১৫ ম্যাচের মধ্যে আটটিতেই হেরেছে ইংলিশ ক্লাবটি। ১৯৭২ সালের পর দ্বিতীয়বারের মতো ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠে স্বাগতিকদের হারিয়েছে নিউক্যাসল। এর মাধ্যমে ওয়েম্বলিতে কারাবাও কাপের ফাইনালে হারের প্রতিশোধ নিলো তাঁরা।
বদলি খেলোয়াড় মিগুয়েল আলমিরন এবং লুইস হলের প্রথমার্ধের গোল এবং জো উইলকের একক প্রচেষ্টায় ম্যানইউ-এর বিপক্ষে ৯৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় জয় পেলো নিউক্যাসল। এতে করে ইএফএল কাপের কোয়ার্টার ফাইনালে চলে গেলো তাঁরা।
ফেব্রুয়ারীতে ওয়েম্বলিতে নিউক্যাসলকে হারিয়ে প্রায় ছয় বছরের ট্রফি খরার অবসান ঘটিয়েছিলো রেড ডেভিলরা। এরপর থেকেই তাদের ফর্মে পতন শুরু হয়।
স্টামফোর্ড ব্রিজে নিউক্যাসলের পরবর্তী প্রতিপক্ষ চেলসি। এর আগে চতুর্থ রাউন্ডে ব্ল্যাকবার্নকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ইংলিশ ক্লাবটি।