ম্যানচেস্টার ডার্বিতে কেউ জেতেনি

ইংলিশ প্রিমিয়ার লিগ

বল দখলের লড়াইয়ে ম্যানইউ ও ম্যানসিটির খেলোয়াড়দের বল দখরৈর লড়াই

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে কেউ জয় পায়নি। রোববার রাতে অনুষ্ঠিত ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। ম্যানচেস্টার ডার্বি এখন আর আগের মতো উত্তাপ ছড়ায় না। উভয় দল যেন অতীতের ছায়া। দুই দলের কোনোটিই এখন আর শিরোপা লড়াইয়ের উপযোগী নয়।

এই ড্র’র ফলে ৩১ ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৫২। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান পঞ্চম। এই অবস্থান ম্যানসিটির কোচ পেপ গার্দিওলার কপালে দুঃশ্চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। কেননা সেরা চারের বাইরে তারা। এই অবস্থান তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাকে শঙ্কায় ফেলে দিয়েছে।

ম্যানইউ অবশ্য এসব চিন্তাভাবনার ধারেকাছে নেই। ৩১ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে তারা সেরা ১২ দলের বাইরে চলে গেছে।

ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত এ ম্যাচে কোনো দলই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। বিশেষ করে প্রথমার্ধে কোনো দলই গোল করার মতো পরিবেশ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে সিটি স্ট্রাইকার ওমর মারমৌশ দারুণ এক সম্ভাবনা তৈরি করেছিলেন। ২৫ গজ দূর থেকে যে জোরালো শট তিনি নিয়েছিলেন তা গোল পাওয়ার উপযোগী ছিল। কিন্তু দারুণ দক্ষতায় সে যাত্রায় দলকে রক্ষা করেন ম্যানইউ গোলরক্ষক আন্দ্রে ওনানা।

ম্যানইউয়ের জোসুয়া জির্কজি দ্বিতীয়ার্ধে একটা দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন। এখানে সিটি গোলরক্ষক অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে যান।

Exit mobile version