ম্যানচেস্টার সিটির এ কি অবস্থা! ঘরোয়া লিগে যেমন চ্যাম্পিয়ন্স লিগেও তেমন। হারের সীমানা থেকে বের হতেই পারছে না। বুধবার রাতে তারা জুভেন্টাসের কাছে ২-০ গোলে হেরে গেছে। এই হারের ফলে চ্যাম্পিয়ন্স লিগে তাদের শেষ আটে ওঠার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে বলা যায়। অন্যদিকে জয়ের ফলে জুভেন্টাসের সম্ভাবনা কিছুটা উজ্জ্বল হয়েছে।
বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি পয়েন্ট টেবিলে ক্রমেই পিছিয়ে পড়ছে। ৬ ম্যাচ থেকে তাদের পয়েন্ট মাত্র ৮। বর্তমানে তারা ২২তম স্থানে। দলটির অবস্থা এতটাই নাজুক অবস্থা যে, সব ধরণের প্রতিযোগিতা মিলে গত ১০ ম্যাচে তারা একটা মাত্র ম্যাচে জয় পেয়েছে।
নিজেদের মাঠের খেলায় জুভেন্টাস উভয় গোলই পায় দ্বিতীয়ার্ধে। ডুসান ৫৩ মিনিটে প্রথম গোলটি করেন। এ গোলের পরপর ম্যানসিটি তাদের আক্রমণভাগ আরো শক্তিশালী করে। আক্রমণভাগের একাধিক খেলোয়াড় মাঠে নামায়। কিন্তু তাদের এ কৌশল কাজে লাগেনি। বরং উল্টো আরো এক গোল হজম করে দলটি। ওয়েস্টন ম্যাকেনি ৭৫ মিনিটে জুভেন্টাসের হয়ে দ্বিতীয় গোল করে ম্যানসিটির হার নিশ্চিত করেন।
নভেম্বরের পর থেকে ম্যানসিটি ২১ গোল হজম করেছে। ইউরোপের পাঁচ লিগে কোনো দলই এত গোল হজম করেনি।
আগামী রোববার ম্যানসিটি প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে। ২২ জানুয়ারি আবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ তাদের। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ প্যারিস সেন্ত জার্মেই।