ম্যানচেস্টার সিটির গোল উৎসব

ক্লাব বিশ্ব কাপ

ক্লাব বিশ্ব কাপ ফুটবলে আল আইনকে গোলের মালা পরালো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। গতকাল রাতে তারা ৬-০ গোলে জয় পেয়েছে। এ জয়ের ফলে গ্রুপে শীর্ষস্থানের লড়াই জমজমাট হয়ে উঠেছে। ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাস দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে শতভাগ জয় অব্যাহত রেখেছে। দুই দলের গোলপার্থক্যও সমান। ফলে দুই দলের মুখোমুখি লড়াইয়ে গ্রুপের শীর্ষস্থান দখলের প্রতিযোগিতার ইতি হবে।

ইলকে গুনদোগান, ক্লদিও ইচেভেরি, আর্লিং হালান্ড, পেন অস্কার বব ও রায়ান চেকরি গোল করেন। গুনদোগান করেন জোড়া গোল। আর হালান্ডের গোল ছিল পেনাল্টিতে পাওয়া।

আল আইনের বিপক্ষে স্পষ্ট ফেভারিট ছিল ম্যানচেস্টার সিটি। তবে এতটা আধিপত্য বিস্তার করতে তা হয়তো আল আইন কল্পনাতেও আনেনি। ম্যাচের দুই তৃতীয়াংশ সময় ম্যানসিটি খেলা নিয়ন্ত্রণ করেছে। উভয়ার্ধে তিনটি করে গোল করেছে তারা। শেষ ১৭ মিনিটে ম্যানসিটি তিন গোল করে।

আল আইনের বিপক্ষে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে ম্যানসিটি। তারই ধারাবাহিকতায় অষ্টম মিনিটে গুনডোগান গোল করে দলকে এগিয়ে নেন। ম্যাচের বয়স আধাঘন্টা হওয়ার আগে এচেভেরি ব্যবধান দ্বিগুন করেন। আর প্রথমার্ধের ইনজুরি সময়ে স্কোর শিটে নাম লেখান হালান্ড। এরপর দ্বিতীয়ার্ধে একে একে পেন অস্কার বব, রায়ান চেকরি ও গুনদোগান গোল করেন।

দিনের অন্য এক ম্যাচে সালজবুর্গ ও আল হিলালের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ড্র’র ফলে সালজবুর্গ দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে ওঠার সম্ভাবনা তৈরি করেছে।

Exit mobile version