সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। ঘরোয়া লিগে অবস্থা সুবিধার নয়। তাদের বাজে পারফরম্যান্সের প্রভাবটা যেন মেয়েদের দলেও পড়েছে। নারীদের লিগ কাপ জয়ের সুযোগ হাতছাড়া করেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে তাদেরকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয় করেছে চেলসি।
এ জয়ের মাঝ দিয়ে চেলসি তাদের লক্ষ্য অর্জনের পথে এক ধাপ এগিয়ে গেল। মৌসুমে চার শিরোপা জয়ের লক্ষ্য চেলসির নারী দলের। ঘরোয়া লিগ শিরোপা জয়ের পথে তারা অনেকটা এগিয়ে রয়েছে। নিকটবর্তী দল থেকে ৮ পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপে এখনো তারা শিরোপার দৌড়ে রয়েছে।
মাইরা রামিরেজের গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল চেলসি। এক গোলের ব্যবধান নিয়ে তারা বিরতিতে যায়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যানসিটি সমতা ফিরিয়ে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে দেয়। কিন্তু সে উত্তেজনায় পানি ঢেলে দেন হাসাগাবা। ৭০ মিনিটের সময় নিজেদের জালে নিজেই বল জড়িয়ে দেন। এ গোলেই চেলসির জয় নিশ্চিত হয়।