ম্যানচেস্টার সিটির সমর্থকরা দুঃস্বপ্ন দেখছেন কিনা তাও হয়তো বুঝতে পারছেন না। একের পর এক হার তাদেরকে বিষ্ময়ভরা চোখে সহ্য করতে হচ্ছে। রবিবার রাতে এ সময়ের প্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে ২-০ গোলে হেরে গেছে তারা। কোডি গাকপো ও মোহাম্মদ সালাহ গোল দুটি করেন।
ম্যানসিটি যেন ম্যাচ জিততেই ভুলে গেছে। মৌসুমের প্রথম ৯ ম্যাচে অপরাজিত থাকা দলটি টানা চার ম্যাচে হেরেছে। ২০০৮ সালের পর এই প্রথম ম্যানসিটি প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে হারলো। সব মিলিয়ে এ মৌসুমে টানা সাত ম্যাচে তারা জয়হীন।
একের পর এক হারে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে ছিটকে গেছে ম্যানসিটি। ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে বর্তমানে তারা পঞ্চম স্থানে। আর লিভারপুল ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। লিগ লড়াই শেষ হতে অনেক পথ বাকি। তবে লিভারপুল নিজে পথ না হারালে তাদেরকে এবার ধরার আর কেউ নেই। কেননা দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সংগ্রহ ২৫ পয়েন্ট।
দিন কয়েক আগে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হারানো লিভারপুলের শুরুটা ছিল অসাধারণ। দ্বাদশ মিনিটে তারা প্রথম গোল পেলেও এ সময়ে ম্যানসিটির রক্ষণভাগকে পাগল করে তুলছিল। আক্রমণগুলো সাফল্যের মুখ দেখলে প্রথমার্ধেই ব্যবধানটা তারা বড় করতে পারতো লিভারপুল। ভার্জিল ফন ডাইক দূর্দান্ত দুই হেড নিয়েও গোল করতে পারনেনি। তার একটা হেড ক্রসবারে লেগে ফিরে আসে।
পুরো ম্যাচে লিভারপুল মোট ১৮টি শট নিয়েছে। তার মধ্যে সাতটি ম্যানসিটির পোস্টে ছিল। ৭৮ মিনিটে সালাহ’র পেনাল্টি গোলে লিভারপুলের জয় নিশ্চিত হয়।