অনেকটা গোপনে কাজ সেরে ফেললো ম্যানচেস্টার সিটি। আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের মিডফিল্ডার ক্লদিও এচেভেরিকে দলে ভেড়ানোর কাজটা চুপি চুপি সেরে ফেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। বৃহষ্পতিবার ম্যানসিটি ক্লাব এক ঘোষণার মাধ্যমে এচেভেরির সঙ্গে চুক্তির কথা জানিয়েছে।
১৮ বছর বয়সী এচেভেরির সঙ্গে ম্যানসিটির প্রাথমিক চুক্তির মেয়াদ ২০২৮ সালের জুন মাস পর্যন্ত। তবে এখনই তিনি ম্যানসিটিতে যোগ দিচ্ছেন না। বর্তমান ক্লাব রিভার প্লেটে থাকবেন। আগামী জানুয়ারি পর্যন্ত এ ক্লাবের হয়ে খেলবেন তিনি।
একটা সূত্র জানিয়েছে, ম্যানসিটির সঙ্গে ১৫.৯ মিলিয়ন ডলারে চুক্তি হয়েছে এচেভেরির। এর সঙ্গে আনুষঙ্গিক সুযোগ সুবিধাও রয়েছে।
এচেভেরি গত বছর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলে জাতীয় দলে নেতৃত্ব দিয়েছেন। তবে দলকে খুব বেশি দূর নিয়ে যেতে পারেননি। সেমিফাইনালে জার্মানির কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় তার দল। তার আগে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে অসাধারণ এক হ্যাটট্রিক করেন এচেভেরি। পাঁচ গোল করে টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হন।
এচেভেরির সঙ্গে ম্যানসিটির চুক্তিটা অনেকটাই হুলিয়ান আলভারেজের মতোই। ২০২২ সালের জানুয়ারিতে রিভার প্লেটে থেকে আলভারেজ ম্যানসিটির সঙ্গে চুক্তি করেছিলেন। কিন্তু সঙ্গে সঙ্গে ম্যানসিটিতে যোগ দেননি। ২০২২ সালের আগস্টে ম্যানসিটির হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন তিনি। তারপর একের পর এক সাফল্য তার হাতে ধরা দিয়েছে। প্রিমিয়ার লিগ শিরোপা, এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জয় করেন। পাশাপাশি জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয় করেন।