কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছেছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে তারা অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে হাডার্সফিল্ড টাউনকে ২-০ গোলে হারায়। ফিল ফোডেন ও সাভিনহো গোল দুটি করেন। ম্যানসিটি উভয়ার্ধে একটি করে গোল পায়।
ম্যানচেস্টার সিটির সময়টা ভালো যাচ্ছে না। প্রিমিয়ার লিগে তাদের অবস্থা বেশ নাজুক। গত রবিবার তারা আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র করে। ওই দলটাতে ৯ পরিবর্তন এনে এবারের দল সাজিয়েছিলেন কোচ পেপ গার্দিওলা। সে সুবাদে ফিল ফোডেন ও নিকো ও’রেইলি দলে ফেরেন। একই সঙ্গে টিনএজ খেলোয়াড় ডিভাইন মুকাসা সুযোগ পান।
অন্যদিকে হাডার্সফিল্ড টাউনের কোচও দলে ব্যাপক পরিবর্তন আনেন। গত শনিবার তার দল বার্টনের সঙ্গে গোল শূন্য ড্র করেছিল। সে ম্যাচের সাত খেলোয়াড়কে এ ম্যাচে রাখেননি। পেপ গার্দিওার খেলোয়াড় পরিবর্তনের কৌশল কাজে লাগলেও হাডার্সফিল্ডের কৌশল কাজে আসেনি। বরং মাঠে ছিল ম্যানসিটি একচ্ছত্র আধিপত্য। ৮১.৯ ভাগ সময় তারা খেলা নিয়ন্ত্রণ করেছে। তবে সে তুলনায় গোলের দেখা পায়নি তারা।
ম্যানসিটির সব আক্রমণ দারুণ সাফল্যের সঙ্গে রুখে দেন দুই ডিফেন্ডার। তবে একের পর এক আক্রমণ সামাল দিতে গিয়ে একটা সময় ঠিকই তারা ভুল করেছে। আর সে ভুলের সুবাদে ম্যানসিটি পায় দ্বিতীয় গোল। ৭৪ মিনিটে সাভিনগো গোলটি করেন। এর আগে ফোডেন ১৮ মিনিটে করেছিলেন প্রথম গোল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















