ম্যানসিটি ছাড়ার হুমকি গার্দিওলার

পেপ গার্দিওলা তার কোচিং ক্যারিয়ারের এ মৌসুমটা ভুলে যেতে চাইবেন। ২০১৬ সালে ম্যানসিটিতে যোগ দেওয়ার পর প্রতি বছর ক্লাবের ট্রফি কেস সমৃদ্ধ করেছেন। প্রতি বছর এক বা একাধিক শিরোপা জয় করেছেন। তবে ব্যতিক্রম এ বছর। কোনো ট্রফিই এনে দিতে পারেননি দলকে। এমন কি এফএ কাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি। তাইতো নতুন বছরের জন্য নতুন করে দলকে সাজানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। ক্লাবের দল ছোটো করার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যথায় দায়িত্ব ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছেন।

মঙ্গলবার বোর্নেমাউথের বিপক্ষে ম্যাচ শেষে গার্দিওলা বলেন, আমি ক্লাবকে জানিয়ে দিয়েছি এভাবে চলতে পারে না। আমি এই দলের পাঁচ ছয়জন খেলোয়াড়কে চাই না। আমি ছোট দল চাই। দলে এমন খেলোয়াড় চাই না, যারা খেলতে পারে না।

গার্দিওলা আরো বলেন, যখন দলের সব খেলোয়াড় ফিট থাকছে তখন আমার ২৪, ২৫ বা ২৬ খেলোয়াড়ের দরকার নেই। একাডেমিতে আমাদের খেলোয়াড় রয়েছে, সেখান থেকে আমরা খেলোয়াড় নিতে পারি।

Exit mobile version