ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের সুপার স্যাটারডেতে জয় পেয়েছে ম্যানচেস্টারের দুই বড় ক্লাব ইউনাইটেড ও সিটি। বিপরীতে হেরেছে শিরোপা প্রত্যাশী আরেক বড় ক্লাব লিভারপুল। ম্যান ইউ ৩-০ গোলে স্বাগতিক সাউদাম্পটনকে, ম্যান সিটি ঘরের মাঠে ২-১ গোলে ব্রেন্টফোর্ডকে পরাজিত করেছে। অন্যদিকে লিভারপুলকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়ে দিয়েছে নটিরহ্যাম ফরেস্ট।
লিগে সিটিজেনদের এটি টানা চতুর্থ জয়। আর হ্যাটট্রিক জয়ের পর হারলো লিভারপুল। অন্যদিকে জয় দিয়ে শুরুর পর জোড়া হারের পর জয়ে ফিরলো ম্যান ইউ। সব মিলিয়ে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে টানা তিন জয়ের পর চতুর্থ ম্যাচে হারের মুখ দেখলো লিভারপুল। আর চতুর্থ ম্যাচে এসে দ্বিতীয় জয়ের মুখে দেখলো ম্যান ইউ।
গত মৌসুমে খুব একটা ভালো সময় কাটাননি সিটিজেনদের নরওয়েজিয়ান রিক্রুট আর্লিং হালান্ড। তার জোড়া গোলেই সফরকারী ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারায় সিটিজেনরা। ম্যাচের প্রথম মিনিটেই কঙ্গোর ফুটবলার ইয়নে উইসার গোলে লিড নেয় ব্রেন্টফোর্ড। ম্যাচের ১৯ ও ৩২তম মিনিটে জোড়া গোল তুলে নেন হালান্ড। ফলে ২-১ গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়েন পেপ গার্দিওলার শিষ্যরা।
ম্যানচেস্টার ইউনাইটেড এবারের লিগ শুরু করেছিলো প্রথম ম্যাচে ফুরহ্যামকে ১-০ গোলে হারিয়ে দিয়ে। কিন্তু পরের দুই ম্যাচে তারা হেরেছে ব্রাইটনের কাছে ২-১ গোলে এবং লিভারপুলের কাছে ৩-০ গোলে। চতুর্থ ম্যাচে সাউদাম্পটনের মাঠে ৩-০ গোলে জয় তুলে নিয়ে দারুভাবে ঘুরে দাঁড়ালো। এদিন রেড ডেভিলদের জার্সিতে গোল করেন ডি লিট, রাশফোর্ড ও গারাঞ্চো।
মৌসুমের প্রথম তিন ম্যাচেই জয় পেয়ে ম্যানচেস্টার সিটির সাথে সমানতালেই উড়ছিলো লিভারপুল। বিশেষকরে আগের ম্যাচে ম্যান ইউকে তাদের মাঠেই ৩-০ গোলে হারিয়ে আসার পর ঘরের মাঠে হারতে হবে এটা নিশ্চয়ই একবারের জন্যও ভাবেনি তারা। কিন্তু শনিবার নটিংহ্যাম ফরেস্টের মাঠে বাজে ফুটবল উপহার দেয় অলরেডরা। ম্যাচের ৭২তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ফরেস্টের হাডসন ওডোই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















