যশোরের শামসুল হুদায় অ-১৭ জাতীয় ফুটবল দলের ক্যাম্প 

আগামী সেপ্টেম্বর মাসের ১৫ থেকে ২৭ ২৭ তারিখ পর্যন্ত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ থেকে যশোরের শামসুল হুদা একাডেমিতে শুরু হয়েছে ফুটবলারদের ক্যাম্প। কোচের দায়িত্ব পালন করবেন বাফুফে এলিট একাডেমীর হেড কোচ গোলাম রব্বানী ছোটন।

ছোটন জানিয়েছেন ক্যাম্পে মোট ফুটবলারের সংখ্যা দাঁড়াবে ৪৬ জন। আজ যোগ দিয়েছে ৩৩ জন। একজন ছুটি নিয়েছেন এইচএসসি পরীক্ষার জন্য। এছাড়া বিকেএসপির ১৩ জন ফুটবলার আগামী মাসে জাপানে অনুষ্ঠেয় একটি টুর্নামেন্টে অংশ নিবেন। টুর্নামেন্ট শেষ করে তারা ক্যাম্পে যোগ দেবেন।

ছোটন আরও জানান, আজ যে ৩৩ জন ফুটবলার যুগ দিয়েছেন এদের মধ্যে ১৬ জন এসেছেন ট্রায়াল থেকে

গত জুন মাসের শেষদিকে বিদেশী ফুটবলারদের ট্রায়ালের পরপরই হয়েছিল অনূর্ধ্ব-১৭ ফুটবলারদের ট্রায়াল। সারাদেশের শতাধিক ফুটবলার থেকে ১৬ জন জায়গায় করে নিয়েছেন শ্রীলঙ্কা অনুষ্ঠেশ অনূর্ধ্ব-১৭ সাফ ফুটবল চ্যাম্পিয়ন শীপের এই ক্যাম্পে।

সারাবিশ্বের বাস্তবতায় অনূর্ধ্ব-১৭ ফুটবল দলটা হয়ে থাকে জাতীয় দলের ছোট সংস্করণ। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে এখনও পর্যন্ত ট্রায়ালের মাধ্যমেই ফুটবলার সংগ্রহ করতে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে।

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলবে স্বাগতিক শ্রীলংকার গ্রুপে। গ্রুপের অন্য দল নেপাল। গ্রুপের তিন দলের মধ্যে শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে।

সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপের পরপরই রয়েছে এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়ন শীপের বাছাই।

Exit mobile version