বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির তৃতীয় নিয়মিত সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এসেছে। এর মধ্যে অন্যতম হলো ভারতে অনুষ্ঠেয় সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের জন্য যশোরে ক্যাম্প করবে বাংলাদেশ দল। সভায় অনলাইনে যোগ দেন কমিটির সভাপতি ও বাফুফে সহ-সভাপতি মো: নাসের শাহরিয়ার জাহেদী।
সভায় এছাড়াও অক্টোবরে অনুষ্ঠেয় সাফ অনূর্ধ্ব-১৭ ও নভেম্বরে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাফুফে ডেভেলপমেন্ট কমিটি’র ৩য় নিয়মিত সভায় সর্ব সম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়:
১) আগামী ৯ থেকে ১৮ মে পর্যন্ত ভারতে অনুষ্ঠিতব্য ‘সাফ অ-১৯ চ্যাম্পিয়নশীপ ২০২৫’ এর খেলায় বাংলাদেশ অ-১৯ জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে বাংলাদেশ অ-১৯ জাতীয় ফুটবল দলের আবাসিব ক্যাম্প আগামী ১৭-০৪-২০২৫ তারিখ থেকে যশোরে সামশুল হুদা ফুটবল একাডেমিতে শুরু হবে এবং ম্যাচ ভেন্যু আর্টিফিসিয়াল টার্ফ হওয়ায় ভারতে যাওয়ার আগে ৭দিন সাভার বিকেএসপির টার্ফে ক্যাম্প অনুষ্ঠিত হবে।
২) ‘সাফ অ-১৭ চ্যাম্পিয়নশীপ ২০২৫’ এবং ‘এএফসি অ-১৭ এশিয়ান কাপ ২০২৬, কোয়ালিফায়ার্স এর খেলায় বাংলাদেশ অ-১৭ জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে।
৩। আগামী ১৫ মে ২০২৫ তারিখ ‘এএফসি গ্রাসরুটস্ ডে ২০২৫’ যশোরে অনুষ্ঠিত হবে।