যুক্তরাষ্ট্রে কলম্বিয়ার ফুটবল প্রধান ও তার ছেলে গ্রেফতার

MIAMI GARDENS, FLORIDA - JULY 14: Police officers try to arrest a Colombian fan outside the stadium the CONMEBOL Copa America 2024 Final match between Argentina and Colombia at Hard Rock Stadium on July 14, 2024 in Miami Gardens, Florida. (Photo by Maddie Meyer/Getty Images)

বিনা টিকিটে টানেল দিয়ে কলম্বিয়ান দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ ও মারামারির ঘটনায় কোপা আমেরিকা নিয়ে আলোচনার রেশ এখনো কাটেনি। স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীদের সঙ্গে মারামারির ঘটনায় নতুন করে বিপাকে কলম্বিয়া। গ্রেফতার করা হয়েছে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরুন ও তার ছেলে হামিল হেসুরুনকে।

হার্ডরক স্টেডিয়ামে মারামারির ঘটনায় আরও ২৫জন আটকের কথা জানিয়েছে মায়ামি পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হার্ডরক স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীরা গোলযোগের কারণে মাঠে প্রবেশের টানেলে হেসুরুন ও তার ছেলেকে আটকে দেন। কিন্তু বিষয়টি পছন্দ হয়নি তাদের। পুলিশের এজাহারে বলা হয়েছে, তর্কাতর্কির এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এমনকি দায়ীত্বে থাকা একজনের ঘাড়েও আঘাত করেন সভাপতির ছেলে হামিল হেসুরুন। এই ঘটনায় রাতেই তাদের আটক করা হয়।

কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরুনের বয়স ৭১ বছর। দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশন কনমেবলের অন্যতম সহ-সভাপতি রামোন কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে ২০১৫ সাল থেকে দায়ীত্ব পালন করছেন।

মায়ামির হার্ডরক স্টেডিয়ামে স্থানীয় সময় ১৪ জুলাই রাত ৮টায় আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফাইনাল ম্যাচ শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু টিকিট ছাড়া অনেক দর্শক গ্যালারিতে ঢুকতে চাওয়ার গোলযোগ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে আধাঘন্টা খেলা পিছিয়ে দেয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত এক ঘন্টা ২০ মিনিট দেরিতে খেলা শেষ হয়। এই ঘটনায় টুর্নামেন্টের আয়োজক দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশন কনমেবল দু:খ প্রকাশ করেছে।

Exit mobile version