যেভাবে ম্যারাডোনাকে মনে করিয়ে দিলেন আলভারেজ

১৯৮৭ সালে কোপা আমেরিকার প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে সেবারের আসরের প্রথম গোলটি করেন আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা। এরপর বেশ কয়েকটি আসরে প্রথম ম্যাচ খেলার সুযোগ পায়নি আর্জেন্টিনা। ২০১১ সালে সেই সুযোগ আসলেও সেবার সেই সুযোগ হাতছাড়া হয় বলিভিয়ার বিপক্ষে।

আজ ম্যারাডোনার সেই গোলের ৩৭ বছর পর আবারো কোপা আমেরিকায় আসরের প্রথম গোল করলো আর্জেন্টিনা। আলভারেজ আর মার্তিনেজের গোলে যুক্তরাষ্ট্রের আটলান্টায় কানাডার বিপক্ষে ২-০ গোলে জিতেছে ম্যারাডোনার উত্তরসূরীরা।

কোপায় অভিষিক্ত কানাডার গোলে আরো বেশ কয়েকবার বল জড়াতে পারতো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধে আর্জেন্টিনাকে গোলশূন্য রেখেছে কানাডা। বিরতির পর ৪৯ মিনিটে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার এবারের আসরের প্রথম গোলটি করেন ম্যানসিটি স্ট্রাইকার আলভারেজ। টানা ১৩ ম্যাচ পর আর্জেন্টিনার জার্সিতে এটিই তাঁর প্রথম গোল।

ম্যাচের ৮৮ মিনিটে লিওনেল মেসির পাস থেকে বিশ্বচ্যাম্পিয়নদের ব্যবধান দ্বিগুণ করেন আরেক স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। এই ম্যাচের দুই গোলেই অবদান রাখেন মেসি। তবে দ্বিতীয়ার্ধে প্রায় ৭১ হাজার দর্শকের সামনে দুইটি সহজ গোলের সুযোগ নষ্ট করেন মেসি। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছেড়েছে শিরোপাপ্রত্যাশীরা।

Exit mobile version