শনিবার রাতে লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচ ছিল বার্সেলোনার। কিন্তু সে ম্যাচ মাঠে গড়ায়নি। খেলা শুরুর কয়েক মিনিট আগে এক মৃতু্্যর ঘটনায় ম্যাচটি বাতিল করা হয়। ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে মূল দলের ডাক্তার কার্লেস মিনারো গার্সিয়া মারা যান। আর তাতেই ম্যাচ বাতিল হয়ে যায়।
৫৩ বছর বয়সী গার্সিয়া ২০১৭ সাল থেকে বার্সেলোনার সঙ্গে আছেন। তবে গত বছর মূল দলের সঙ্গে যোগ দেন তিনি। তার মৃতু্যর শোক প্রকাশ করে এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, কার্লেস মিনারো গার্সিয়ার মৃতু্যতে আমরা শোকাহত। এ কারণে ওসাসুনার বিপক্ষে আমাদের ম্যাচটি বাতিল করা হয়েছে। পরবর্তী কোনো একদিন আমরা এ ম্যাচটি খেলবো।
একটা সূত্র জানিয়েছে, ওসাসুনার বিপক্ষে খেলার জন্য বার্সেলোনার খেলোয়াড়রা যখন অলিম্পিক স্টেডিয়ামে পৌঁছায় তার কিছুক্ষণ পর তারা ডাক্তার গার্সিয়ার মৃতু্যর খরব পায়। এ খবরের সবাই একমত হয়ে ম্যাচ বাতিল করার অনুরোধ জানায়। তাদের অনুরোধ লা লিগা কর্তৃপক্ষ সাড়া দিয়ে ম্যাচ বাতিল করে।
ম্যাচটি পরবর্তীতে কবে হবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। বর্তমানে বার্সেলোনা লা লিগার পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















