প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের ৩৭ মিনিটে প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেতা মেসিকে বাজেভাবে ফাউল করলেও ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি। এতে ক্ষুব্ধ হন মেসি ও তাঁর সতীর্থরা।
মেসির প্রতি ফাউল করার আগে আলদেরেতা ইতোমধ্যেই হলুদ কার্ড পেয়েছিলেন। দারোঙ্কো তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখালে প্যারাগুয়ে ১০ জনের দলে পরিণত হতো। বিরতির সময় মাঠেই মেসি ও নিকোলাস ওতামেন্ডি রেফারির সঙ্গে ক্ষুব্ধভাবে কথা বলেন। মেসিকে আঙুল তুলে রেফারির দিকে ইঙ্গিত করতেও দেখা যায়।
ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি রেফারিং নিয়ে সরাসরি অভিযোগ না তুললেও ইঙ্গিতপূর্ণ কথা বলেন। স্কালোনি বলেন, ‘মাঠে যা ঘটেছে, আমরা সবাই দেখেছি। এসব নিয়ে কিছু বললে তা অজুহাত মনে হতে পারে। তবে আমি মনে করি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ।’
আর্জেন্টিনার স্ট্রাইকার লাওতারো মার্তিনেজও দারোঙ্কোর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি তাকে বলেছি, আলদেরেতার মাঠে থাকা এবং গোল করা উচিত হয়নি।’
ম্যাচের ৪৭ মিনিটে আলদেরেতার হেড থেকে প্যারাগুয়ে এগিয়ে যায় ২-১ ব্যবধানে। শেষ পর্যন্ত এই ব্যবধানেই হারতে হয় আর্জেন্টিনাকে।
ব্রাজিলিয়ান রেফারি দারোঙ্কো অতীতে বেশ কয়েকবার বিতর্কিত সিদ্ধান্তের জন্য সমালোচিত হয়েছেন। এবার মেসির মতো শান্ত স্বভাবের খেলোয়াড়কেও ক্ষোভ প্রকাশে বাধ্য করেছেন।