ক্লাব বিশ্ব কাপ থেকে বিদায় নিয়েছে ফ্ল্যামেঙ্গো। ইউরোপের জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে হেরেছে তারা। বায়ার্নের কাছে এই হারকে ফ্ল্যামেঙ্গো ক্লাবের কোচ ফিলিপে লুইস স্বাভাবিক মনে করছেন। তিনি বলেন, প্রতিপক্ষ দলে রয়েছে চমৎকার সব খেলোয়াড়। তারাই ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে।
দ্বিতীয় রাউন্ডে বায়ার্ন মিউনিখের কাছে ৪-২ গোলে হারের পর ফিলিপে লুইস বলেন, তারা আমাদের ওপর যে চাপ তৈরি করেছিল তা ছিল খুবই বেশি। তাদের দলে ৮ থেকে ১০ জন খেলোয়াড় রয়েছে তারা জয়ের দাবিদার। আমরা আমাদের পরিকল্পনা মতো খেলতে পেরেছি। আমরা তাদের ওপর চাপ তৈরি করেছি। গোলের সুযোগও তৈরি করেছি। কিন্তু তারা আমাদের থেকে শ্রেয়তর দল। আমরা ভালো একটা দলের বিপক্ষে খেলেছি।
এবারের ক্লাব বিশ্ব কাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলো ইউরোপের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে চলেছে। ব্রাজিলের চারটি ক্লাব গ্রুপ পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছে। চারটি দলই নক আউট পর্বে উঠেছে।
বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, যে কোনো টুর্নামেন্টে ভালো মানের খেলোয়াড় দরকার। সে সঙ্গে থাকতে হবে বিশ্বাস। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বের সেরা খেলোয়াড় উঠে আসে। এ অঞ্চলটাই ফুটবলের হৃদপিণ্ড।
