রদ্রিগোর গোলে ইকুয়েডরকে হারালো ব্রাজিল

বিশ্বকাপ ফুটবল ২০২৬ বাছাই

ম্যাচের ৩০তম মিনিটে একমাত্র গোলটি করেন রদ্রিগো

ম্যাচের ৩০তম মিনিটে একমাত্র গোলটি করেন রিয়াল মাদ্রিদে খেলা উইঙ্গার রদ্রিগো। ২৩ বছর বয়সি এই ফুটবলারের গোলই শেষ পর্যন্ত হয়ে গেলো ম্যাচের ফলাফল নির্ধারণী। এই জয়ে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা ব্রাজিল নিজেদের টেনে পয়েন্ট টেবিলের চারে তুললো।

৭ম ম্যাচে এসে সেলেকাওদের এটি তৃতীয় জয়। হেরেছে তিনটি ম্যাচ। ড্র হয়েছে একটি ম্যাচ। সব মিলিয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন তাদের অবস্থান চতুর্থ। শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৮। ৭ ম্যাচে ছয়টিতেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। হেরেছে একটি ম্যাচ। মেসি-ডি মারিয়াকে ছাড়াই শুক্রবার চিলির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। সমান ৭ ম্যাচে ১৪ ও ১৩ পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছে উরুগুয়ে ও কলম্বিয়া।

সব মিলিয়ে ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চার ম্যাচ পর জয়ে ফিরলো ব্রাজিল। সাম্প্রতিক সময়ে ব্রাজিলের ফুটবল ইতিহাসে এতোটা বাজে সময় আর কাটেনি। বিশ্বকাপ বাছাইয়ে টানা চার ম্যাচে জয় শূন্য থাকা সেলেকাওরা, কোপা আমেরিকার সবশেষ আসরে চার ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে। গ্রুপের তিন ম্যাচের একটিতে জয় পাওয়া ব্রাজিল বিদায় নিয়েছিলো কোয়ার্টার ফাইনাল থেকে।

নিজেদের হারিয়ে ফেলা দলটা অনেক দিন ধরেই কারও ওপর নির্ভর করার অপেক্ষায় ছিলো। সেই নির্ভরতা হয়ে আসার অপেক্ষায় আছেন ২৩ বছর বয়সি রদ্রিগো। গেলো মৌসুমে রিয়ালের জার্সিতে পেয়েছেন আকাশছোঁয়া সাফল্য। সেই রদ্রিগোর গোলেই ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে খাদের কিনারা থেকে উঠে আসলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

পুরো ম্যাচে ইকুয়েডরের ওপর আধিপত্য দেখানো ব্রাজিল অবশ্য শেষ মুহুর্তে বেঁচে যায়। প্রথমার্ধের শেষ দিকে ইকুয়েডরের মোইসেস কেইসেদোর শট গোললাইন থেকে ফিরিয়ে দেন ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালিয়াইস।

Exit mobile version