ঘরোয়া লিগে আর্সেনালের অবস্থা খুব একটা স্বস্তিদায়ক নয়। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকলেও শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান এতটাই বেশি যে শিরোপা লড়াইয়ের সম্ভাবনা খুব কম। তবে আলো ছড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে। গতকাল রাতে নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তারা বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদকে। ৩-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল। ডেকলান রাইস জোড়া গোল করেছেন। অন্য গোলটি করেন মাইকেল মেরিনো।
আগামী ১৬ এপ্রিল ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে পৌঁছানো দলটির প্রতিপক্ষ হবে প্যারিস সেন্ত জার্মেই ও অ্যাস্টন ভিলার মধ্যেকার জয়ী দল।
ম্যাচের শুরুতে স্বাগতিক আর্সেনাল অনেকটা উজ্জ্বীবিত ছিল। সে তুলনায় অনেকটা ধীর গতির ছিল রিয়াল মাদ্রিদের যাত্রা। সব মিলিয়ে এমিরেটস স্টেডিয়ামে যা হয়েছে তাতে হতভম্ব দশা রিয়াল মাদ্রিদের। আর্সেনালের তিনটি গোল হয়েছে মাত্র ১৭ মিনিটে। গোলরক্ষক থিবো কর্তোয়া দেয়াল না হয়ে দাঁড়ালে আরো বেশি গোল হজম করতে হতো। মড়ার ওপর খাড়ার ঘার মতো শেষ দিকে লাল কার্ডও দেখতে হয়েছে রিয়াল মাদ্রিদকে।
রিয়ালের এমন দুর্দশার ম্যাচে সরাসরি ফ্রি কিকে দুটি গোল করে চ্যাম্পিয়ন্স লিগে নতুন ইতিহাস গড়েছেন রাইস। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৮তম মিনিটে আর্সেনাল প্রথম গোলের দেখা পায়। ডেকলান রাইসের চমৎকার ফ্রি কিকের শটটি ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি কর্তোয়া। আর্সেনাল ও ওয়েস্ট হাম ক্যারিয়ারে ৩৩৯ ম্যাচ খেলে এটিই রাইসের সরাসরি ফ্রি কিক থেকে প্রথম গোল।
৭০তম মিনিটে আবার ফ্রি কিক পায় আর্সেনাল। এবারও রাইসের শট গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে জালে আশ্রয় নেয়। সঙ্গে সঙ্গে ম্যাচের ফলাফল বুঝতে পেরে এমিরেটস স্টেডিয়ামে শুরু হয়ে যায় উৎসব। রাইস হচ্ছেন প্রথম খেলোয়াড় যিনি চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে ফ্রি কিক থেকে জোড়া গোল করলেন। এর আগে রিভালদো, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, হাকিম জিয়েশরা করলেও তা নক আউট পর্বের ছিল না।
রাইসের জোড়া গোলে থামলেও আর্সেনালের ঝড় থামেনি। ৭৫ মিনিটে তৃতীয় গোল পায় তারা। মাইকেল মেরিনো করেন এ গোলটি।