সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড ও পাকিস্তান। আয়ারল্যান্ড প্রথম ম্যাচে ৫ উইকেটে এবং পাকিস্তান দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় পায়।
প্রথম ম্যাচে স্বাগতিক আইরিশদের কাছে পরাজয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা সমালোচনামুখর হয়েছিলেন। তাদের ভাষ্যমতে, ‘শিরোপা জয়ের প্রত্যাশা নিয়ে দেশছাড়া পাকিস্তান আয়ারল্যান্ডের মতো বাছাইপর্ব উৎরে আসা দেশের সাখে যেভাবে খাবি খাচ্ছে তাতে শিরোপাজয়ের স্বপ্ন দেখা বিলাসিতা ছাড়া আর কিছু না’।
কিন্তু দ্বিতীয় ম্যাচে ১৯ বল ও ৭ উইকেট হাতে রেখে আয়ারল্যান্ডের করা ১৯৩ রান টপকে যায় বাবর আজমের দল। ওই ম্যাচে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বাধিক ৪৫ ম্যাচ জয়ের রেকর্ড গড়েন বাবর আজম। যদিও ব্যাট হাতে ওই ম্যাচে ব্যর্থ হন বাবর।
ওই ম্যাচে ক্রিকেটের সব ফর্মেট মিলিয়ে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন পেসার শাহিন শাহ আফ্রিদি। অবশ্য ম্যাচে আয়েশী জয় পেলেও বোলারদের পারফরমেন্সে হতাশা প্রকাশ করেছেন দল সংশ্লিষ্টরা। কেননা আয়ারল্যান্ডের ব্যাটাররাই পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপকে সাদামাটা বানিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে শক্তিশালী দলগুলোর বিপক্ষে শাহিন-আমিররা কতোটা কার্যকর হতে পারবেন তারা সে প্রশ্নও রাখেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














