রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সার বড় জয়

চ্যাম্পিয়ন্স লিগ

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নকে গুঁড়িয়ে বড় জয় পেয়েছে বার্সোলোনা। রোমাঞ্চকর এই ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন রাফিনিয়ার। বুধবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের বার্সা।

নান্দনিক ফুটবলে এ দিন ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় বার্সা। শুরুতেই পাড়া বায়ার্ন দশম মিনিটে হেডে বার্সেলোনার জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন কেইন। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের ফাঁদে গোল বাতিল হয়ে যায়।

এরপর আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ১৮ মিনিটে ঠিকই গোল পায় তারা। সের্গে জিনাব্রির পাসে চমৎকার ভলিতে সমতা টানেন ইংলিশ স্ট্রাইকার কেইন। চলতি চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে তার গোল হলো ৫টি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ক্লাবের হয়ে ১১ ম্যাচে তার গোল এখন ১৪।

সমতায় ফিরে দারুণ লড়াই জমে উঠে। তবে বার্সোলোনার তরুণদের সামনে টিকতে পারেনি দলটি। নিজেদের রক্ষণের ভুলে ম্যাচের ৩৬তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বায়ার্ন। এবার লামিনে ইয়ামালের ক্রস হেডে ক্লিয়ার করার চেষ্টায় পারেননি ডিফেন্ডার কিম মিন-জায়ে। তার থেকে বল পেয়ে বাকিটা সারেন লেভানদোভস্কি।

এরপর প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে দারুণ গোলে স্কোরলাইন ৩-১ করেন রাফিনিয়া। মার্ক কাসাদোর ক্রস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে একজনের বাধা এড়িয়ে দেয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ম্যাচের ৫৬তম মিনিটে চমৎকার গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনিয়া। বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হ্যাটট্রিক করা চতুর্থ ব্রাজিলিয়ান। এ জয়ের ফলে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১০ নম্বরে বার্সেলোনা। আর টানা দ্বিতীয় হারে ৩ পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে আছে বায়ার্ন।

Exit mobile version