রিয়াল মাদ্রিদের সোনালি যুগের অন্যতম প্রতীক সের্হিয়ো রামোস । বয়স ৩৯ হলেও লড়াইয়ের ক্ষুধা কমেনি একটুও। মেক্সিকান ক্লাব মন্তেরেইয়ের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি, কিন্তু ক্যারিয়ারের শেষ লাইনটা টানতে একদমই রাজি নন। গোল ডটকমের প্রতিবেদন বলছে, রামোস আবারও ইউরোপে ফিরতে বদ্ধপরিকর।
তোলুকার কাছে ৩-২ গোলের হারে লিগা এমএক্স প্লে-অফের সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার পর ম্যাচ শেষে রামোস নিজেই নিশ্চিত করেন, মন্তেরেই অধ্যায় এখানেই শেষ। এ বছরের শুরুতে সেভিয়া থেকে মেক্সিকোতে পাড়ি দিয়েছিলেন তিনি। পিএসজি ছাড়ার পর শৈশবের ক্লাব সেভিয়ায় ফিরে এক মৌসুম খেলেই যোগ দিয়েছিলেন মন্তেরেইতে।
ম্যাচ শেষে রামোস বলেন, গত সপ্তাহেই পরিষ্কার করে বলেছিলাম, হ্যাঁ, এটাই আমার শেষ ম্যাচ। সেমিফাইনালের হার তাকে কষ্ট দিয়েছে, বিশেষ করে যখন ফাইনালের এতটা কাছাকাছি গিয়েও সফল হওয়া যায়নি।
২০২৫ মৌসুমে মন্তেরেইয়ের হয়ে ৩২টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন রামোস। করেছেন সাত গোল, দেখেছেন একটি লাল কার্ডও। এখন তার লক্ষ্য আবার ইউরোপে ফেরা। তিনি এখন ফ্রি এজেন্ট হওয়ায় শীতকাল বা গ্রীষ্ম কোনো ট্রান্সফার উইন্ডোর বাধাই নেই।
ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, রামোসের সামনে ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রস্তাব আছে। তিনি এক্স অ্যাকাউন্টে লিখেছেন, সের্হিয়ো রামোস মন্তেরেই ছাড়ছেন, তিনি অবসর নিচ্ছেন না। খেলা চালিয়ে যেতে চান এবং প্রস্তাবগুলো বিবেচনা করছেন।
ইতালির সংবাদমাধ্যম কালচিমারকাতো জানিয়েছে, এসি মিলান রামোসের সম্ভাব্য নতুন ঠিকানা হতে পারে। শোনা যাচ্ছে, রামোস নিজেই নাকি মিলানকে আগ্রহের কথা জানিয়েছেন। সেখানে তার পুরনো সতীর্থ লুকা মদ্রিচের সঙ্গে আবার জুটি বাঁধার সম্ভাবনাই তাকে আকৃষ্ট করছে। রিয়াল মাদ্রিদ ছেড়ে এ বছরই মিলানে যোগ দিয়ে মদ্রিচ দারুণ শুরু করেছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















