বাংলাদেশ ফুটবলে একসময় আলোচনায় ছিলেন কানাডা প্রবাসী রাহবার খান। ২০২১ সালে কোচ জেমি ডের অধীনে কিরগিজস্তানে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। এরপর আর ডাক না পেলেও, এবার ফিরছেন নতুন ভূমিকায়, ফুটসাল খেলোয়াড় হিসেবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশ করেছে ফুটসাল দলের প্রাথমিক ৫৩ জনের তালিকা। সবার মধ্যে ব্যতিক্রম রাহবার, কারণ তিনিই একমাত্র খেলোয়াড় যিনি কোনো ট্রায়াল ছাড়াই সরাসরি তালিকায় স্থান পেয়েছেন।
ফুটসাল ট্রায়ালের অন্যতম নির্বাচক ও জাতীয় দলের সাবেক তারকা আলফাজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৫২ জন ট্রায়াল থেকে নির্বাচন করা হয়েছে। ফুটসাল কমিটি রাহবার খানকে তালিকায় রেখেছে। কারণ ফুটসালে তার দক্ষতা অত্যন্ত ভালো।’
ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, ‘আশা করছি ক্যাম্প শুরুর সময় সে আসবে। কোচের অধীনে অনুশীলনে থাকবে।’
কানাডায় বসবাস করলেও রাহবার বাংলাদেশে নিয়মিত আসেন এবং বিভিন্ন করপোরেট ফুটসাল টুর্নামেন্টে অংশ নিয়ে থাকেন। কানাডাতেও ফুটসাল খেলার অভিজ্ঞতা রয়েছে তার। যদিও স্ট্যান্ডার্ড ফুটবলে তার ক্যারিয়ার ছিল বেশ সংক্ষিপ্ত, ফুটসালে কতদূর এগোতে পারেন সেটিই এখন দেখার বিষয়।
