আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল একের পর এক সাফল্যের মালা গেঁথে চলেছে। সেখানে দেশটির ক্লাবগুলো ক্লাব বিশ্বকাপে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে চলেছে। বুধবার টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় ক্লাব রিভার প্লেট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরেছে।
শেষ ষোলোতে পা রাখতে শেষ গ্রুপ ম্যাচে রিভার প্লেটের জয়ের দরকার ছিল। কিন্তু জয় তো নয়, চরম লজ্জা নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা। শেষ ম্যাচে দুই গোলের হজমের পাশাপাশি সমসংখ্যক লাল কার্ডের দেখা পেয়েছে তারা।
লুকাস মার্টিনেজ ও গঞ্জালো মন্টিয়েল লাল কার্ড দেখেছেন। এই লাল কার্ডই তাদের সর্বনাশ ডেকেছে। ৬৬ মিনিটে প্রথম লাল কার্ড পায় রিভার প্লেট। প্রতিপক্ষ খেলোয়াড়কে নিয়ম বহির্ভূতভাবে বাধা দেওয়ায় লাল কার্ড পান তিনি। আর তখনই রিভার প্লেটের ওপর ইন্টার মিলানের আধিপত্য বাড়তে থাকে। তার সুফল ঘরে তুলতে মোটেও সময় লাগেনি। ছয় মিনিট পর ফ্রান্সেসকো এস্পোসিতো গোল করে দলকে এগিয়ে নেন।
ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় গোল পায় ইন্টার মিলান। বাস্তোনি করেন গোলটি। এ গোলের দুই মিনিট পার রিভার প্লেট দ্বিতীয় লাল কার্ড দেখে। মন্টিয়েল দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ থেকে বহিস্কৃত হন।
এ জয়ের ফলে তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। রিভার প্লেট ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে বিদায় নিয়েছে। গ্রুপ রানার্স আপ হয়ে শেষ ষোলোতে ইন্টার মিলানের সঙ্গী হয়েছে মন্তেরি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















