আগেই পরিকল্পনা ছিল কার্লো আনচেলোত্তির হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হবে। কিন্তু ব্রাজিল ফুটবলের সঙ্গে যে কোনো কারণে ব্যাটে বল হচ্ছিল না আনচেলোত্তির। বিশেষ করে রিয়াল মাদ্রিদ এ পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত সব জটিলতার অবসান হয়েছে। সবকিছু ঠিক থাকলে হয়তো দ্রুতই ব্রাজিলের কোচ হিসেবে কার্লো আনচেলোত্তিকে দেখা যাবে। দ্য অ্যাথলেটিক এ তথ্য জানিয়েছে।
রিয়াল মাদ্রিদের সঙ্গে কার্লো আনচেলোত্তির চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত। ফলে চুক্তির মেয়াদ পূর্ণ না করে রিয়াল ছাড়ার উপায় ছিল না আনচেলোত্তির। মেয়াদ পূর্ণ না হওয়ায় রিয়াল মাদ্রিদ তাকে বাকি অর্থ দিতে চায়নি। অন্য দিকে বাকি অর্থ না নিয়ে আনচেলোত্তি রিয়াল ছাড়ার পক্ষে ছিলেন না। সর্বশেষ তথ্য অনুসারে উভয় পক্ষ একটা সমঝোতায় পৌঁছেছে। তবে সে সমঝোতা কি তা এখনো পরিস্কার নয়।
ইতিমধ্যেই উভয় পক্ষ মৌখিক সমঝোতায় পৌঁছেছে। লা লিগা শেষ হওয়ার আগেই রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন এই ইতালিয়ান কোচ। আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদের। এ ম্যাচের পরপরই হয়তো আনচেলোত্তির রিয়াল মাদ্রিদ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
রিয়াল মাদ্রিদের জন্য আগামী রোববারে অনুষ্ঠিতব্য বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এ ম্যাচের ওপর উভয় দলের লিগ ভাগ্য নির্ভর করছে। বার্সেলোনা জয় পেলে তাদের শিরোপা জয়ের পথটা পানির মতো পরিস্কার হয়ে যাবে। আর রিয়াল মাদ্রিদ জয় পেলে তাদের সম্ভাবনা উজ্জ্বল হবে। তারপরও বার্সেলোনা থেকে তারা পিছিয়ে থাকবে। রিয়ালের জয়ে দুই দলের মাঝে পার্থক্য থাকবে এক পয়েন্টের।
আনচেলোত্তি রিয়াল ছাড়লে তার স্থলাভিষিক্ত হতে পারেন ক্লাবটির সাবেক খেলোয়াড় জাবি আলোনসো। বর্তমানে তিনি বায়ার লেভারকুসেনের দায়িত্বে রয়েছেন।
