লা লিগায় শক্তিশালী রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের হাইভোল্টেজ ম্যাচে কেউ জেতেনি। লিগ টেবিলে পয়েন্টে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে আনার সুযোগ হারাল কার্লো আনচেলত্তির দল।
রোমাঞ্চকর হাইভোল্টেজ ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণ ছিলম্যাচ জুড়ে। ম্যাচটি দেখার জন্য আতলেতিকোর ওয়ান্দা মেত্রোপলিতানোয় উপস্থিত হয়েছিলেন ৭০ প্রায় হাজারের বেশি দর্শক। খেলার প্রথমার্ধে সুযোগ পায়নি কোন দলই। বিরতির পর খেলার ৬৪ মিনিটে এদের মিলিতাওয়ের গোলে এগিয়ে যায় রিয়াল। তবে যোগ করা সময়ে তাদের জালে বল পাঠিয়ে সমতায় ফিরে আতলেতিকো মাদ্রিদ।
ফলে ম্যাচটি ১-১ ড্র হয়। ফলে ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। আর ৪টি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।