রিয়াল মাদ্রিদ নতুন মৌসুমে ঘুরে দাঁড়াতে প্রস্তুত। গত মৌসুমের হতাশাজনক পারফরম্যান্সের পর বড় রদবদলের ইঙ্গিত মিলছে ক্লাবে। কার্লো আনচেলত্তির বিদায়ের পর দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো। স্প্যানিশ এই কোচের অধীনে কেবল কৌশলেই নয়, রদবদল আসছে খেলোয়াড়দের ক্ষেত্রেও—যেখানে আলোচনায় রয়েছে একাধিক তারকা নাম, বিশেষ করে দুই ব্রাজিলিয়ান ফুটবলার: রদ্রিগো ও এন্দ্রিক।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদ একটি বড় শিরোপাও জিততে পারেনি। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও কোপা দেল রে—তিনটিই হাতছাড়া হয়েছে। এমনকি মৌসুমের প্রতিটি এল ক্ল্যাসিকোতেও পরাজিত হতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে। আনচেলত্তির বিদায়ের পর নতুন করে আশার আলো দেখাতে পারেননি আলোনসোও। ক্লাব বিশ্বকাপে ফিফার ৩২ দলের নতুন ফরম্যাটের সেমিফাইনালে পিএসজির কাছে বড় ব্যবধানে হেরে বিদায় নেয় রিয়াল।
তবে এসব ভুলে সামনে তাকাচ্ছেন আলোনসো। আগামী ৪ আগস্ট ভালদেবেবাসে শুরু হবে রিয়ালের প্রাক-মৌসুম প্রস্তুতি। সেখানেই ক্লাব কর্মকর্তাদের সামনে স্কোয়াড নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরবেন নতুন কোচ। ইতোমধ্যেই ৫ জন খেলোয়াড়ের নাম উঠে এসেছে আলোচনায়, যাদের আলোনসো তার পরিকল্পনায় রাখছেন না। এই তালিকায় সবচেয়ে বড় চমক রদ্রিগো এবং এন্দ্রিকের নাম।
সাবেক কোচের অধীনে নিয়মিত খেলা রদ্রিগোকে আলোনসো হয়তো এবার ছাড়তে চাইছেন। সেলেসাও উইঙ্গারের বাজারমূল্য ১০০ মিলিয়ন ইউরো, এবং ইতোমধ্যেই তাকে দলে টানতে আগ্রহ দেখিয়েছে আর্সেনাল, লিভারপুল ও টটেনহ্যাম।
অন্যদিকে, অনেক শোরগোল করে দলে ভেড়ানো হলেও ১৯ বছর বয়সী এন্দ্রিক রিয়ালে নিজের জায়গা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। গত মৌসুমে ৩৭ ম্যাচে করেছেন মাত্র ৭ গোল। ইনজুরির কারণে নতুন মৌসুমের শুরুতেও থাকবেন মাঠের বাইরে। তাই রিয়াল এবার তাকে লোনে পাঠানোর চিন্তায় রয়েছে।
এই দুই ব্রাজিলিয়ান ছাড়াও বাদ পড়তে পারেন ডেভিড আলাবা, দানি সেবাওস ও ফেরল্যান্ড মেন্ডির মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও। রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ স্কোয়াড গঠনে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে আগামী সপ্তাহেই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















