কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদকে উড়িয়ে ফিফা ক্লাব বিশ্ব কাপের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ত জার্মেই। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের ক্লাবটি ৪-০ গোলে জয় পেয়েছে। প্রথমার্ধে জয়ী দলটি তিন গোলে এগিয়ে ছিল। ফাবিয়ান রুইজ করেছেন জোড়া গোল। অন্য দুই গোল করেছেন ওসমানে দেম্বেলে ও গনকালো রামোস।
শিরোপা লড়াইয়ে প্যারিস সেন্ত জার্মেই মুখোমুখি হবে চেলসির।
মূলত ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলেছিল প্যারিস সেন্ত জার্মেই। ম্যাচের বয়স দুই অঙ্কের সময়ে পৌঁছানোর আগেই জোড়া গোল পেয়ে যায় ফ্রান্সের ক্লাবটি। রিয়াল মাদ্রিদের দুই ভুলকে কাজে লাগিয়ে ফাবিয়ান রুইস ও দেম্বেলে গোল করেন। প্রথম গোলটি হয় ষষ্ঠ মিনিটে, দ্বিতীয় গোলটি নবম মিনিটে।
দুই মিনিটে জোড়া গোল হজম করলেও রিয়াল মাদ্রিদের সমর্থকরা আশাবাদী ছিলেন। কেননা দলটার নাম রিয়াল মাদ্রিদ। কিন্তু তার ফিরে আসতে পারেনি। বরং আরও দুই গোল হজম করে তারা। এমনকি রিয়াল মাদ্রিদ কখনো পিএসজির জন্য ভয়ঙ্কর হয়ে দেখা দিতে পারেনি। ম্যাচ নিয়ন্ত্রণেও পিএসজির ছিল একচ্ছত্র আধিপত্য। একটা সময়ে ম্যাচের প্রায় ৮০ ভাগ খেলা তারা নিয়ন্ত্রণ করেছে।
ফলে গোল উৎসব করেছে পিএসজি। ২৪ মিনিটের সময় তারা তৃতীয় গোল পায়। এ গোলটি করেন রুইজ। ম্যাচের শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে পিএসজি তার সমর্থকদের আবার গোল উৎসব মেতে ওঠার সুযোগ করে দেয়। এবারের গোলদাতা রামোস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















