ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের শুরুটা ভালো হয়নি। আল হিলালের সঙ্গে ড্র করেছে তারা। বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। গঞ্জালো গার্সিয়া রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেন। আল হিলালের হয়ে গোল পরিশোধ করেন রুবেন নেভাস।
রিয়াল মাদ্রিদের সামনে জয় নিয়ে মাঠ ছাড়ার সুযোগ ছিল। কিন্তু দুর্ভাগ্য তাদের। পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি তারা। আল হিলালের মোহাম্মদ আলকাহতানি রিয়াল মাদ্রিদের ফ্রান গার্সিয়াকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। কিন্তু তারা গোল পায়নি। ভালভার্দের নেওয়া শট আল হিলালের গোলরক্ষক রুখে দেন।
এইচ গ্রুপে খেলা রিয়াল মাদ্রিদ আগামী ম্যাচে পা মেক্সিকান ক্লাব চুকার মুখোমুখি হবে। অন্যদিকে আল হিলাল খেলবে সালজবুর্গের বিপক্ষে।
অসুস্থতার কারণে কিলিয়ান এমবাপ্পে খেলতে না পারায় ২১ বছর বয়সী গার্সিয়া রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগের নেতৃত্ব দেন। তবে আল হিলাল চমক দেখিয়েছে দারুন। বড় ক্লাবের সামনে নত হয়নি, বরং নিয়মিত রিয়াল মাদ্রিদের রক্ষণভাগে আক্রমণ চালিয়েছে। তারই সুবাদে ২৯ মিনিটে তারা গোল পেয়ে গেলে অবাক হওয়ার কিছু ছিল না। রিয়াল মাদ্রিদের গোল পাওয়ার আগে তারা গোল পেয়েছিল। কিন্তু অফসাইডে তাদের গোল বাতিল হয়।
কিছু সময় পর রিয়াল মাদ্রিদ গঞ্জালো গার্সিয়ার গোলে এগিয়ে যায়। কিন্তু আল হিলাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা গোল হজমের পরও আক্রমণ অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় ৪১ মিনিটে পেনাল্টি পায়। নেভেস গোল করে মূল্যবান এক পয়েন্ট কেড়ে নেয়।
