রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি: সেমিফাইনালে উত্তেজনার অপেক্ষা

ফিফা ক্লাব বিশ্বকাপ

ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পাওয়ারহাউজ রিয়াল মাদ্রিদ ও পিএসজি। প্রথম সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে হারিয়ে ইতোমধ্যেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব চেলসি। আজকের ম্যাচের বিজয়ী দলই মুখোমুখি হবে তাদের সঙ্গে রবিবারের ফাইনালে।

পিএসজি ছাড়ার পরে নিজের পুরনো ক্লাবের বিপক্ষে আজ প্রথম মাঠে নামবে এমবাপ্পে। এজন্য আজকের ম্যাচে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। নিজের সাবেক ক্লাব পিএসজির বিপক্ষেই ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে, রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়িয়ে আজ মাঠে নামছেন এই ফরাসি তারকা। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরছেন তিনি। ফলে ম্যাচের আবহ আরও জমে উঠেছে।

রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ:
কোর্তোয়া; ট্রেন্ট, আসেনসিও, চুয়ামেনি, রুডিগার, ফ্রান গার্সিয়া, ভালভার্দে, গুলার, বেলিংহ্যাম; এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র

পিএসজির সম্ভাব্য একাদশ:
দোনারুমা; হাকিমি, মার্কিনিয়োস, বেরালদো, নুনো মেন্ডেস; জোয়াও নেভেস, ভিতিনিয়া, ফাবিয়ান রুইজ, বারকোলা, দুয়ে, কভারাতসখেলিয়া

কোচ লুইস এনরিকের দল আজ মাঝমাঠের প্রেসিং দিয়ে রিয়ালকে থামানোর চেষ্টা করবে। মাঝমাঠের লড়াই হবে গুরুত্বপূর্ণ।রিয়াল মাদ্রিদের জন্য আজকের বড় চ্যালেঞ্জ পিএসজির সংঘবদ্ধ প্রেসিং ভাঙা। কিছুদিন আগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিএসজির পারফরম্যান্স ছিল দারুণ। তাই রিয়াল কোচ জাবি আলোনসোর পরিকল্পনা কতটা কার্যকর হয়, তা-ই ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

ম্যাচের তারিখ : ৯ জুলাই ২০২৫
সময়: বাংলাদেশ সময় রাত ১টা
ভেন্যু: মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র
রিয়াল না পিএসজি— কে উঠবে ফাইনালে চেলসির মুখোমুখি হতে? উত্তরের জন্য নজর রাখতে হবে আজকের খেলার ৯০ মিনিটে।

Exit mobile version