২০২৪-২৫ মৌসুমে নতুন ফরম্যাটে মাঠে গড়ায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ৩২ দল থেকে বেড়ে ৩৬ দলে রূপ নেয় ইউরোপের এই শীর্ষ প্রতিযোগিতা। একইসঙ্গে বেড়ে যায় প্রাইজমানিও। ২.১৯ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে এবার তা দাঁড়ায় ২.৭১ বিলিয়নে। আর নতুন ফরম্যাটের এই মৌসুমেই টাকার অঙ্কেও ইতিহাস গড়ল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
মিউনিখে অনুষ্ঠিত ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ইউসিএল জেতে ফরাসি জায়ান্টরা। ফাইনালে এত বড় ব্যবধানে জয়ের রেকর্ড আগে কখনো হয়নি। এই শিরোপার সুবাদে কেবল ফাইনাল জিতেই পিএসজির ঘরে এসেছে ২৭.৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩৯ কোটি ৫১ লাখ টাকা।
রানার্সআপ ইন্টার মিলান পেয়েছে ২৫৪ কোটি টাকার সমান অর্থ। এছাড়া পুরো মৌসুমের ম্যাচজয়, বিভিন্ন পর্বে উত্তীর্ণ হওয়া ও সম্প্রচার রাজস্ব মিলিয়ে পিএসজি পেয়েছে মোট ১০৩.৫ মিলিয়ন ইউরো, যা রাজস্ব আয়ের দিক থেকেও ক্লাবটিকে ইতিহাসের পাতায় তুলে দিয়েছে।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রাইজমানির পরিমাণ ছিল প্রায় ৩৩ হাজার ৯৬ কোটি টাকা—যা আগের বছরের তুলনায় প্রায় ৭ হাজার কোটি টাকা বেশি। এই বিশাল অঙ্কের অর্থই নতুন ফরম্যাটের ইতিবাচক প্রভাবকে নির্দেশ করে।
পিএসজির এই জয়ে তারা কেবল ট্রেবলই জিতেনি, নিশ্চিত করেছে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ, সুপার কাপ এবং ২০২৯ ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগও। ফলে সামনে আরও রাজস্ব আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে তাদের জন্য।
এবারের ইউসিএল জয়ের মাধ্যমে মাঠ ও মাঠের বাইরে—দুই দিকেই ‘সেরা’ হয়ে উঠেছে পিএসজি।
