উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাইংয়ে প্লে অফের প্রথম রাউন্ডে জয় পেয়েছে ক্লাব ব্রুগ। মঙ্গলবার অ্যাওয়েতে তারা ৩-১ গোলে জয় পেয়েছে।
রেঞ্জার্সের জন্য এ রাতটি ছিল ভয়ঙ্কর। ম্যাচ জয়ের প্রত্যাশায় তারা মাঠে নেমেছিল। প্রথম লেগের জয় তাদের আত্মবিশ্বাসের পারদে নতুন শক্তি যোগাতো। কিন্তু এই আত্মবিশ্বাসে চিড় ধরতে সময় লাগেনি। মাত্র তৃতীয় মিনিটেই গোল হজম করে তারা। শুধু তাই নয়, সাত মিনিটের মধ্যে তারা জোড়া গোল হজম করে। আর ২০ মিনিটের মধ্যে তাদের জালে তিনবার বল পাঠায় ক্লাব ব্রুগ।
প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি রেঞ্জার্স। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলিয়ান খেলোয়াড় দানিলো একটা গোল পরিশোধ করেন।
আগামী বুধবার ফিরতি লেগের ম্যাচ মাঠে গড়াবে। এ ম্যাচটা রেঞ্জার্সের জন্য বেশ কঠিন। কেননা বড় ব্যবধানে পিছিয়ে রয়েছে। তবে ৭৮ মিনিটে গাসামার করা গোলটি পেলে তারা কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারতো। কিন্তু ফ্রেঞ্চ রেফারি তা বাতিল করে দেন। ভিএআর এ পরীক্ষার পর তিনি হ্যান্ডবলের কারণে গোল বাতিল করেন।
