রেড্ডি ও সুন্দরের ব্যাটিংয়ে ফলো অন এড়াল ভারত

নিতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর

মেলবোর্ন টেস্টে শীর্ষস্থানীয় ব্যাটারদের ব্যর্থতায় ফলো অনের শঙ্কায় পড়েছিল ভারত। কিন্তু লোয়ার অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ফলো অন এড়িয়েছে সফরকারী দল। শুধু তাই নয়, লড়াইয়েরও ইঙ্গিত দিয়েছে দলটি। বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা বন্ধ হওয়ার আগে ভারত ৭ উইকেটে করেছে ৩২৬ রান। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৭৪ রান করায় ভারত এখন ১৪৮ রানে পিছিয়ে রয়েছে।

লোয়ার অর্ডার দুই ব্যাটার নিতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরের চমৎকার ব্যাটিং ভারত শিবিরে লড়াইয়ের আশা জাগিয়েছে। অষ্টম উইকেটে তারা ১০৭ রানের জুটি গড়েছেন। রেড্ডি সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করেছেন। ৮৭ রানে অপরাজিত তিনি। অন্যদিকে সুন্দর ৪০ রানে অপরাজিত।

২২১ রানে সপ্তম উইকেট হারিয়ে ভারত ফলো অনের শঙ্কায় পড়েছিল। কিন্তু রেড্ডি ও সুন্দর অসাধারণ ব্যাটিং করেছেন। বলকে প্রতিনিয়ত সীমানার বাইরে পাঠিয়ে তারা অজি বোলারদের হতাশায় ডুবিয়েছেন।

এর আগে ভারত ৫ উইকেটে ১৬৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল। কিন্তু আগের দিনের দুই অপরাজিত ব্যাটার রবীন্দ্র জাদেজা ও ঋষভ পন্ত দলকে বেশি দূর নিতে পারেননি। পন্ত ২৮ রানে আউট হন, আর জাদেজা ১৭ রানে বিদায় নিয়ে দলকে বিপদে ঠেলে দেন। তারপর শুরু হয় রেড্ডি ও সুন্দরের লড়াই। সে লড়াইয়ে অস্ট্রেলিয়া এখন বিপদে অস্ট্রেলিয়া।

Exit mobile version