রেফারির বিতর্কিত সিদ্ধান্তে এএফসি কে তদন্ত করতে বললেন ব্রুজন

জেতার স্বপ্ন পূরণ হয়নি বসুন্ধরা কিংসের, এএফসি কাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়লো অস্কার ব্রুজনের দল।

ম্যাচের আগেই সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে তার পূর্ব অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন অস্কার ব্রুসন। খেলার মাঠে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং জানান যে এএফসি যেন সঠিকভাবে রেফারিং নিয়ে তদন্ত করে যে কি হচ্ছে খেলার মাঠে। এশিয়ান ফুটবল কনফেডারেশনকে তদন্ত করার জন্য দাবি জানান ব্রুজন।

গত সোমবার, ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এএফসি কাপের ডি গ্রুপের খেলা অনুষ্ঠিত হয়। এই গ্রুপের শেষ ম্যাচে ওড়িশার বিপক্ষে ১ – ০ গোলে হেরেছে বসুন্ধরা কিংস। এই হারের পর টুর্নামেন্ট থেকে বাদ পড়ে কিংস। খেলার প্রথমার্ধে অতিরিক্ত যোগ করা ১০ মিনিট সময়ে, আসরোর গফুরভের বিতর্কিত লাল কার্ড খেয়ে ওড়িশার দেওয়া একটি গোলের শিকার হয় কিংস এর ১০ জনের টিম।

রেফারিং নিয়ে অতীত অভিজ্ঞতার মুখোমুখি হন ব্রুজন। অতিরিক্ত শেষ ১০ মিনিটে যেন ঘটে চলছিল পূর্বের ঘটনা। ওড়িশার আহমেদ জাহুকে মাঝমাঠে ফাউল করেন কিংসের আসরোর গফুরভ। ঠিক তখনি কিংসের ডিফেন্ডারকে ছুটে এসে ধাক্কা মেরে বসেন ওড়িশার ফরোয়ার্ড জেরি। পরিস্থিতি তখনি উতপ্ত হয়ে ওঠে। গফুরভের ট্যাকল খুব সিরিয়াস ছিল না তবু ভিয়েতনামের রেফারি এনগু দাই ল্যান সরাসরি তাকে লালকার্ড দেখান। রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না উজবেকিস্থানের এই ডিফেন্ডার।

কিংসের ডাগআউটেও দেখা যায় অসন্তোষ। পরে রেফারি এসে আপত্তি জানানো অস্কার ব্রুজনকে দেখায় হলুদ কার্ড। এরপরেই দেখা যায় এক অভাবনীয় দৃশ্য। কোচিং স্টাফ সহ সবাই হাত উচিয়ে আত্মসমর্পণের ভঙ্গিতে প্রতিবাদ জানাতে থাকেন।

এবারেও সেই এক অবস্থার পুনরাবৃত্তি দেখে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্রুজন ধুয়ে দেন রেফারিকে। তিনি বলেন, ফুটবলের স্বার্থেই তদন্ত শুরু করা উচিত এএফসির।

ওড়িশার বিপক্ষে ম্যাচ ড্র করলে গ্রুপ সেরা হয়ে ইন্টার জোনাল প্লে-অফ সেমিফাইনালসে খেলার সুযোগ ছিল কিংস এর, আবার জয় নিশ্চিত করা ছাড়া অন্যথা ছিল না ওড়িশার সামনে।

Exit mobile version